ফের বড় পর্দায় টেনিদা, চূড়ান্ত হল মুখ্য অভিনেতাদের নাম

RBN Web Desk: পরিচালক সায়ন্তন ঘোষালের হাত ধরে পটলডাঙার টেনিদা ও তার দলবল যে বড় পর্দায় ফিরতে চলেছে, এটা এখন প্রায় সবারই জানা। সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় সৃষ্ট টেনিদা, যার সাধুনাম ভজহরি মুখোপাধ্যায়, সমকালীন বাংলা সাহিত্যে অন্যতম জনপ্রিয় চরিত্রগুলির মধ্যে গন্য করা হয়ে থাকে।

নারায়ণবাবুর ঝাউবাংলো রহস্য অবলম্বনে তৈরি হবে টেনিদার নতুন ছবি। তবে ছবির নাম কি হবে তা এখনও ঠিক করা হয়নি। টেনিদার ভূমিকায় যে কাঞ্চন মল্লিক অভিনয় করতে চলেছেন, একথাও প্রচার হয়ে গেছে বেশ কিছুদিন আগে। গৌরব চক্রবর্তী অভিনয় করবেন ক্যাবলার চরিত্রে।

হারানো লেত্তি, হারানো লাট্টু

এবার প্রযোজনা সংস্থা সূত্রের খবর, প্যালারামের চরিত্রে দেখা যাবে সৌমেন্দু ভট্টাচার্যকে আর হাবুল সেনের ভূমিকায় অভিনয় করবেন সৌরভ সাহা। ঝাউবাংলো রহস্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র সাতকড়ি সাঁতরা। এই বিজ্ঞানীর ভূমিকায় অভিনয় করবেন সব্যসাচী চক্রবর্তী। সাতকড়ির মেয়ের চরিত্রে দেখা যাবে ঋদ্ধিমা ঘোষকে।

অর্থাৎ সব্যসাচী, তাঁর পুত্র গৌরব ও পুত্রবধু ঋদ্ধিমা, তিনজনেই থাকছেন এই ছবিতে।

যে জন থাকে মাঝখানে

সায়ন্তন এর আগে যকের ধন ও আলিনগরের গোলকধাঁধা ছবি দুটি পরিচালনা করেছিলেন। বর্তমানে তিনি ব্যস্ত আছেন সাগরদ্বীপের যকের ধন ছবির কাজে। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক ও গৌরব।

ঝাউবাংলো রহস্যের পটভূমি উত্তরবঙ্গ। তাই এই ছবির একটা বড় অংশ ক্যানবন্দী করা হবে দার্জিলিং ও কালিম্পঙে। তার আগে ৫ ফেব্রুয়ারী থেকে কলকাতায় শুরু হবে শ্যুটিং।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *