বিনোদিনীর চরিত্রে প্রিয়াঙ্কার লুক প্রকাশ
RBN Web Desk: নটি বিনোদিনীর চরিত্রে অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা সরকার এ কথা সকলেরই জানা। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে এই চরিত্রে দেখা যাবে তাঁকে। আজ সকালে প্রকাশ করা হলো তাঁর লুক। উল্লেখ্য ছবিটি সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনা করার কথা থাকলেও, পরিচালক হিসেবে তিনি থাকছেন না। তবে ছবির চিত্রনাট্য তাঁরই লেখা।
কয়কদিন আগে ‘নটি বিনোদিনী’ নামক ছবি ঘোষণা করেছেন রামকমল মুখোপাধ্যায়। ছবির নামভূমিকায় থাকবেন রুক্মিণী মৈত্র।
আরও পড়ুন: সম্পর্ক অস্বীকার জ়িনতের
প্রযোজনা সূত্রের খবর, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ ও নটি বিনোদিনীকে বিপুলভাবে প্রভাবিত করেছিল গৌরাঙ্গদেব ওরফে শ্রীচৈতন্যের ভাবধারা। সেটাই দেখা যাবে ‘লহ গৌরাঙ্গের নাম রে’র একাংশে।
রথযাত্রার দিন ‘লহ গৌরাঙ্গের নাম রে ছবির শুটিং শুরু হওয়ার কথা। ছবিতে শ্রীচৈতন্যের ভূমিকায় থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পাওলি দাম, ব্রাত্য বসু ও তৃণা সাহা।