অক্সিজেনের মাত্রা কমলেও স্থিতিশীল সন্ধ্যা রায়
RBN Web Desk: শরীরে অক্সিজেনের মাত্রা কমলেও আপাতত স্থিতিশীল সন্ধ্যা রায়। বাইপাসের ধারে এক বেসরকারী হাসপাতালে বর্ষীয়ান অভিনেত্রীর চিকিৎসা চলছে। কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অভিনেত্রী শ্বাসকষ্টে এবং জ্বরে ভুগছিলেন। শরীরে করোনার উপসর্গ থাকায় তাঁকে শুরু থেকেই আইসোলেশেন রাখা হয়।
বর্তমানে কোভিড-নিউমোনিয়ায় ভুগলেও আজ সকাল পর্যন্ত অভিনেত্রীর তেমন কোনও অসুবিধা ছিল না। তবে দুপুর নাগাদ তাঁর অক্সিজেনের মাত্রা ৯৪-এ নেমে আসে।
আরও পড়ুন: সত্যজিতের নাম ব্যবহৃত হোক, চান না সন্দীপ
সন্ধ্যা রায়ের পরিবার সূত্রে জানা গেছে যে মধুমেহ এবং উচ্চ রক্তচাপের সমস্যা থাকলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। তবে তাঁর শারীরিক অবস্থা ও বয়সের কথা মাথায় রেখে অক্সিজেনের মাত্রা ওঠানামার বিষয়টিকে চিকিৎসকেরা গুরুত্ব দিয়েই দেখছেন।