আবারও বাংলার পটভূমিতে শেক্সপিয়র
RBN Web Desk: উইলিয়াম শেক্সপিয়র চলে যাওয়ার পরে ৪০০ বছর পেরিয়ে যাওয়ার পরও তাঁর লেখা নাটকগুলি মঞ্চে, বড়পর্দায়, টেলিভিশনে নিয়মিত অভিনীত হয়ে চলেছে। সেই ১৯৬৩ সালে ‘দ্য কমেডি অফ এররস’ অবলম্বনে মুক্তি পেয়েছিল ‘ভ্রান্তিবিলাস’। তাঁর অন্যতম জনপ্রিয় নাটক ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনেও তৈরি হয়েছে ‘রামলীলা’, ‘ইসাক’ ও ‘কয়ামত সে কয়ামত তক’-এর মতো ছবি। এবার ওয়েব সিরিজ়ে অর্পণ গড়াইয়ের পরিচালনায় আসছে ‘তালমার রোমিও জুলিয়েট’ (Talmar Romeo Juliet)।
কাল্পনিক গ্রাম তালমাকে কেন্দ্র করে আবর্তিত হবে এই সিরিজ়। সম্প্রতি মুক্তি পেয়েছে সিরিজ়ের টিজ়ার। পুরোনো দিনে গ্রামে-গ্রামে ভ্যানে চেপে হাতে মাইক নিয়ে যাত্রার প্রচার করতে করতে যাওয়ার ঘোষণা থেকে সিরিজ়ের মূল স্বাদ সম্পর্কে কিছুটা আন্দাজ করা যায়।
এই সিরিজের দুই কেন্দ্রীয় চরিত্র, অর্থাৎ রোমিও এবং জুলিয়েটের ভূমিকায় থাকছেন দেবদত্ত রাহা ও হিয়া রায়। এছাড়াও থাকছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), অনুজয় চট্টোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, পায়েল দে, দুর্বার শর্মা ও উজান চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: নৃত্যশিল্পীকে হুমকি, জগন্নাথধামে একেন
শেক্সপিয়রের মূল নাটক অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন অর্পণ। সৃজনশীল পরিচালক এবং গীতিকার হিসেবে রয়েছেন অনির্বাণ। তিন বছর আগে শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ অবলম্বনে ‘মন্দার’-এর পরিচালক ছিলেন তিনি।
‘তালমার রোমিও জুলিয়েট’-এর চিত্রগ্রহণ করেছেন সৌমিক হালদার। সম্পাদনার দায়িত্বে রয়েছেন সংলাপ ভৌমিক। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দুর্বার শর্মা। আবহের দায়িত্বে রয়েছেন শুভদীপ গুহ। সমগ্র সঙ্গীত পরিচালনায় শুভদীপের সঙ্গে রয়েছেন দেবরাজ ভট্টাচার্য।
নভেম্বর থেকে হইচইয়ে দেখা যাবে ‘তালমার রোমিও জুলিয়েট’।