সত্যজিতের নাম ব্যবহৃত হোক, চান না সন্দীপ
RBN Web Desk: অতিমারীর দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই এ বছর ২ মে সাহিত্যিক-পরিচালক সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ পালনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল। সেই দিনই ফল ঘোষণা হওয়ায় অনেককেই রায়বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানাবার পরিকল্পনা বাতিল করতে হয়েছিল। তবে তার আগেই অতিমারীর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করায় পরিচালকপুত্র সন্দীপ রায় এ বছরের মতো রায়বাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপনের অনুষ্ঠান বাতিল বলে ঘোষণা করেন। তাঁর মতে শারীরিকভাবে না এসেও শ্রদ্ধা জানানো সম্ভব। এই বছরটা সেভাবেই সকলে সত্যজিৎকে স্মরণ করুন।
আজ জীবিত থাকলে এই উত্তপ্ত রাজনৈতিক আবহাওয়ায় সত্যজিৎ কী ধরণের ছবি বানাতেন বলে মনে করেন সন্দীপ? উত্তরে তিনি সংবাদমাধ্যমকে জানালেন যে সত্যজিৎ কখনওই পুরোপুরি রাজনৈতিক ছবি তৈরি করেননি। তবে আজ বেঁচে থাকলে তিনি হয়তো ‘হীরক রাজার দেশে’র দ্বিতীয় ভাগ তৈরি করতেন। বর্তমানের উন্নত প্রযুক্তিতে ছবি তৈরি করতে সত্যজিৎ অত্যন্ত আগ্রহী হতেন বলে মনে করেন সন্দীপ। এমনকি ওয়েব (ওটিটি) মাধ্যমেও তিনি অবশ্যই কাজ করতেন। যদিও সত্যজিৎ স্মার্টফোনে ছবির দৃশ্যগ্রহণ করছেন, এমনটা সন্দীপ কল্পনাও করতে পারেন না।
আরও পড়ুন: সত্যজিতের তিনটে ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, জানালেন মাধবী
সত্যজিতের শতবর্ষে তাঁর অনুরাগীরা বিভিন্ন কাজের মধ্যে দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এই সমস্ত উদ্যোগকে স্বাগত জানালেও সত্যজিতের তৈরি কোনও সাদাকালো ছবিকে রঙিন করার বিরোধী সন্দীপ। ছবিগুলি যে মাধ্যমে তোলা হয়েছে সেভাবেই তাকে রাখা জরুরি বলে মনে করেন তিনি। শতবর্ষে সত্যজিতের বায়োপিক তৈরির ব্যাপারেও কয়েকজন পরিচালক আগ্রহী হয়েছেন। সম্প্রতি ‘পথের পাঁচালী’ তৈরির নেপথ্য কাহিনী নিয়ে তাঁর পরবর্তী ছবি ‘অপরাজিত’ ঘোষণা করেছেন পরিচালক অনীক দত্ত।
বায়োপিকে প্রসঙ্গে সন্দীপ জানালেন, তাঁর অনুমোদন নিয়েও সত্যজিতের জীবন অবলম্বনে নির্মিত কোনও ছবিতেই তাঁর নাম ব্যবহৃত হোক, এটা তিনি চান না। তাঁর যুক্তি, সত্যজিতের নামে ছবি হলে তাঁর ভূমিকায় কে অভিনয় করবেন? তবে আসল নাম ব্যবহার না করে তাঁর জীবনের কোনও ঘটনা অবলম্বনে ছবি হতেই পারে বলে জানালেন সন্দীপ। তবে সেক্ষেত্রেও ছবিটি কে বানাচ্ছেন তা বুঝেই অনুমোদন দেওয়া হবে। এমনকি শ্রদ্ধা জানাবার জন্য সত্যজিতের ছবির কোনও বিশেষ দৃশ্যের পুনর্নির্মাণও সন্দীপ সমর্থন করেন না। তাঁর মতে সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রযোজকের অনুমতি অবশ্যই নিতে হবে। যেমন ‘চারুলতা’র কোনও দৃশ্য কেউ যদি একই ভাবে দেখাতে চান তাহলে আর ডি বনশল পরিবারের অনুমতি লাগবে।
ছবি: অর্ক গোস্বামী