ওয়েব সিরিজ়ে সৌমিত্র, রইল ছবি

RBN Web Desk: এখনও তাঁর চলে যাওয়াটা মেনে নিতে পারেননি কেউই। আজও ক্যানবন্দী হয়ে পরে আছে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত একাধিক ছবি। প্রত্যেকবার একটি করে নতুন ছবি মুক্তি পাওয়ার সঙ্গে বারবার তিনি ফিরে আসছেন। থিয়েটার, সিনেমা, টেলিভিশনে দাপিয়ে অভিনয় করেছেন সৌমিত্র। বাকি ছিল ওয়েব সিরিজ়। সেখানেও তাঁর কীর্তির ছাপ রেখে গেছেন সদ্যপ্রয়াত অভিনেতা। মুক্তি পেতে চলেছে সৌমিত্র অভিনীত প্রথম এবং সম্ভবত শেষ ওয়েব সিরিজ় ‘নেক্সট’।

সন্দীপ সরকার পরিচালিত এই ওয়েব সিরিজ়ের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সমদর্শী দত্ত, মধুমিতা সরকার, সব্যসাচী চক্রবর্তী, বাদশা মৈত্র, চন্দন সেন, ভাস্বর চট্টোপাধ্যায়, সুমন বন্দ্যোপাধ্যায় ও বিশ্বজিৎ চক্রবর্তী। মধুমিতার অভিনীত চরিত্রটির বাবার ভূমিকায় দেখা যাবে সৌমিত্রকে।

আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল

‘নেক্সট’ আদ্যোপান্ত থ্রিলারভিত্তিক সিরিজ়। হঠাৎই একের পর এক খুন হতে থাকেন শহরের নামকরা অভিনেতারা। পুলিশ প্রশাসনের কেউই সেই সব খুনের কিনারা করে উঠতে পারেন না। উত্তরোত্তর বেড়েই চলে হত্যার সংখ্যা। এক ভয়াবহ আতঙ্কের গ্রাসে চলচ্চিত্র জগৎ, শিল্পীমহল এবং গোটা রাজ্য। কে করছে এই খুন? কে হবে আততায়ীর পরবর্তী শিকার? সেই রহস্যই ঘনীভূত হয় ‘নেক্সট’-এ।




এই ওয়েব সিরিজ়ে কলকাতা পুলিশের ইন্সপেক্টর জেনারেল রণজিৎ ভট্টাচার্যের ভূমিকায় অভিনয় করছেন সব্যসাচী। এই নিয়ে বহুবার পুলিশের ভূমিকায় তাঁকে দেখা গেল। বাকি থ্রিলার ঘরানার ছবির থেকে ‘নেক্সট’ কোথায় আলাদা, সেই প্রসঙ্গে তিনি জানালেন, “পুলিশ আছে মানেই গল্পে অপরাধ থাকবে এটা স্বাভাবিক বিশ্লেষণ। তবে এই সিরিজ়ে শুধু অপরাধ এবং পুলিশ নয়, একজন অপরাধী কেন অপরাধমনস্ক হয়ে ওঠে, তার বিশ্লেষণ থাকছে।”

যে দুজন পুলিশ অফিসারের কাঁধে এই খুনের তদন্তের গুরুদায়িত্ব পড়ে তারা হলেন পঙ্কজ (বাদশা) ও বিবেক (চন্দন) সেন। এছাড়া ‘নেক্সট’-এর প্ৰধান দুই চরিত্র রাহুল ও দিয়ার ভূমিকায় দেখা যাবে সমদর্শী এবং মধুমিতাকে। এখানে তাঁরা স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন।

১২ মে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘নেক্সট’। 

ওয়েব সিরিজ়েবাদশা মৈত্র ও চন্দন সেন

ওয়েব সিরিজ়েমধুমিতা সরকার ও সমদর্শী দত্ত

ওয়েব সিরিজ়েসব্যসাচী চক্রবর্তী

ওয়েব সিরিজ়েভাস্বর চট্টোপাধ্যায়

ওয়েব সিরিজ়েবিশ্বজিৎ চক্রবর্তী

 



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *