সময় নেই যখন টু-মিনিট নুডলস খাওয়াই ভালো: শাশ্বত
RBN Web Desk: মানসী সিংহ পরিচালিত ‘এটা আমাদের গল্প’ ছবিটি সম্প্রতি প্রেক্ষাগৃহে ৫০ দিন পূর্ণ করল। সামান্য বাজেটে তৈরি শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) ও অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) অভিনীত ছবিটিকে দর্শক এতটা ভালোবাসা দেবেন তা কলাকুশলীরাও ভাবেননি, ছবির ৫০ দিন উদযাপনের সন্ধ্যায় তেমনটাই জানালেন শাশ্বত।
“এটা মানসীর প্রথম ছবি বলেই আমি করতে রাজি হয়েছিলাম,” রেডিওবাংলানেট-কে বললেন শাশ্বত। “আর দ্বিতীয় কারণ গল্পটা আমার পছন্দ হয়েছিল। ছবির কোনও বাজেট ছিল না। আমরা প্রত্যেকে অনেক কম টাকায় কাজ করেছি। একটা ভালো লোকেশন পর্যন্ত আমরা পাইনি। তাই কোনও আশাও ছিল না আমাদের। তবে নির্মাতা শুভঙ্কর (মিত্র) বলেছিল বহুদিন পর আবার দর্শক লাইন দিয়ে বাংলা ছবির টিকিট কাটবে। আমি তখন একবার শুধু তাকিয়েছিলাম ওর দিকে। এরকম কথা তো অনেকেই বলে। তবে এবার সত্যিই সেটা হলো।”
ছবির সাফল্যের কারণ কী বলে মনে করেন তিনি?
“গল্প, অভিনয় আর গান তো আছেই। তার থেকেও বেশি আছে ইমোশন। বাঙালি ছবি দেখতে গিয়ে কাঁদতে ভালোবাসে। সেটাই এই ছবিকে হিট করিয়েছে,” স্পষ্ট উত্তর শাশ্বতর।
তবে গল্পের শেষে ট্র্যাজেডি না হলে হয়তো দর্শকদের এতটা ভালো লাগত না বলেই মনে করেন তিনি। বললেন, “আমার মনে হয় না শেষে মিল হলে এতটা ভালো লাগত। এই যে কেঁদে ভালো লাগল, এটা হয়তো সেভাবে লাগত না।”
আরও পড়ুন: সবাইকে টেক্কা দিলেন দীপিকা?
সারা দেশে এতরকম বিষয়ের ওপর ছবি হচ্ছে। বাংলায় কি শুধু সম্পর্ক আর পরকীয়া নিয়েই ছবি হবে?
“দর্শকের সঙ্গে যদি ইমোশনালি কানেক্ট করা যায় ভালোই তো,” বললেন শাশ্বত। “আসলে এখানে খুব কম সময়ে একটা ছবি তৈরি হয়। আজই সবকিছু ঠিক করে দু’মাস বাদে ছবি রিলিজ় করতে হবে। তারপর ছবি ফ্লোরে যায়। একটা ছবি নিয়ে ভাবার সময় নেই, প্ল্যানিং নেই, এভাবে কী করে সিনেমা হবে? আসলে সবটাই এখন টু-মিনিট নুডলস হয়ে গেছে। মোচা কাটার সময় তো নেই, তাই টু-মিনিট নুডলসই খাও!”
এই মুহূর্তে হিন্দি ও দক্ষিণের ছবিতে ব্যস্ত থাকা শাশ্বত কি তাহলে এরপর সাদামাঠা সম্পর্কের গল্প নিয়ে তৈরি ছবিতে আবারও দেখা দেবেন?
“আমাকে যদি কোনও ছবির গল্প আবেগপ্রবণ করে তোলে, যদি চিত্রনাট্য ভালো লাগে, সেটা আমি করব,” সোজা উত্তর শাশ্বতর।