বাংলার কিংবদন্তী ক্রীড়াবিদ চুনী গোস্বামী প্রয়াত

RBN Web Desk: চলে গেলেন বাংলার কিংবদন্তী ক্রীড়াবিদ চুনী গোস্বামী। আজ বিকেলে কলকাতার এক বেসরকারী হাসপাতলে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলার প্রাক্তন ক্রিকেট ও ফুটবল অধিনায়ক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

১৯৪৬ সালে আট বছর বয়সে ফুটবলার হিসেবে মোহন বাগান ক্লাবের জুনিয়র দলে যোগ দেন চুনী। ১৯৫৪ সালে খেলতে শুরু করেন সিনিয়র দলে। ১৯৬৮-তে অবসর গ্রহণ পর্যন্ত মোহন বাগানেই খেলেছিলেন তিনি। জাতীয় দলের হয়ে ৪৩ ম্যাচে ১১ গোল করেন চুনী।

আজ দুপুরে: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ

ক্রিকেটেও সমান পারদর্শী ছিলেন চুনী গোস্বামী। বাংলার হয়ে প্রথম রঞ্জি ট্রফি খেলেন ১৯৬২-৬৩ মরশুমে। ফুটবল থেকে অবসর নেওয়ার পর পুরোপুরি ক্রিকেটে মনোনিবেশ করেন তিনি। ৪৬টি প্রথম শ্রেণীর ম্যাচে ১,৫৯২ রান করেন তিনি, পান ৪৭টি উইকেট। ১৯৬৩ সালে অর্জুন পুরস্কার ও ১৯৮৩-তে পদ্রশ্রী সম্মানে ভূষিত হন তিনি।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *