ভেন্টিলেশনে অভিনেতা পার্থসারথি দেব
RBN Web Desk: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিশিষ্ট অভিনেতা পার্থসারথি দেব (Partha Sarathi Deb)। ৩৭ দিন ধরে ভেন্টিলেশনে রয়েছেন তিনি। তবে এখন তিনি কিছুটা ভালো আছেন বলে জানা গেছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। এর আগে ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
সূত্রের খবর, ৯ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি রয়েছেন পার্থসারথি। তিনি সিওপিডিতে আক্রান্ত। রয়েছে ফুসফুসে সংক্রমণও। আর্টিস্টস ফোরামের সহ-সম্পাদক দিগন্ত বাগচি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শুরুর দিকে দিন পাঁচেক কাশি হচ্ছিল অভিনেতার। উনি হাসপাতালে ভর্তি হতে চাইছিলেন না। ফোরামের তরফ থেকেই জোর করে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানিয়েছেন দিগন্ত।
আরও পড়ুন: ‘দিদি নম্বর ওয়ান’-এর ভবিষ্যৎ কী, জানালেন রচনা
মঞ্চ, টেলিভিশন ও ছবিতে দাপিয়ে অভিনয় করেছেন পার্থসারথি। গতবছর মুক্তিপ্রাপ্ত ‘বগলা মামা যুগ যুগ জিও’ ও ‘রক্তবীজ’ ছবিতে দেখা গেছে তাঁকে। কিছুদিন আগে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। তারপর থেকে একাই থাকেন তিনি।