মধুবালার বায়োপিক
RBN Web Desk: অবশেষে তৈরি হতে চলেছে মধুবালার বায়োপিক (Madhubala biopic)। বেশ কয়েক বছর ধরে এ নিয়ে গুঞ্জন চলছিল। শেষমেশ এই ছবির প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে। গতকাল নির্মাতারা ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা করেন।
১৯৪২ সালে ‘বাসন্তী’ ছবিতে শিশুশিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন মধুবালা। তবে ১৯৪৯ সালে কমাল অমরোহীর ‘মহল’ (Mahal) ছবিতে তিনি সকলের নজরে আসেন। এরপর একের পর এক সুপারহিট ছবিতে কাজ করেছেন তিনি। তালিকার মধ্যে রয়েছে ‘কালা পানী’, ‘হাওড়া ব্রিজ’, ‘হাফ টিকিট’, ‘চলতি কা নাম গাড়ি’, ‘ফাগুন’, ‘ঝুমরু’র মতো ছবি। তাঁর অভিনীত ‘মুঘল এ আজ়ম’ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা ছবির মধ্যে গণ্য করা হয়। ১৯৬৯ সালে ৩৬ বছর বয়সে প্রয়াত হন মধুবালা।
আরও পড়ুন: শুধু মেয়েদের নিয়ে ‘নজরবন্দি’, নেই কোনও পুরুষ চরিত্র
শোনা যাচ্ছে মধুবালার বায়োপিকটি পরিচালনা করবেন জসমিত কে রিন (Jasmeet K Reen)। এর আগে আলিয়া ভট্ট ও শেফালী শাহ অভিনীত ‘ডার্লিংস’ ছবিটি পরিচালনা করেছিলেন জসমিত। তবে মধুবালার চরিত্রে কাকে দেখা যাবে তা এখনও ঠিক হয়নি।