গুরুতর আহত, ভেন্টিলেশনে অরুন্ধতী

RBN Web Desk: বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ভেন্টিলেশনে রয়েছেন তামিল ও মালায়লম ছবির জনপ্রিয় অভিনেত্রী অরুন্ধতী নায়র (Arundhati Nair)। অরুন্ধতীর বোন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ১৪ মার্চ তাঁর দিদি তিরুবনন্তপুরমে ভয়ানক বাইক দুর্ঘটনার কবলে পড়েন।

দুর্ঘটনার পর তাঁকে তিরুবনন্তপুরমের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, মাথায় গুরুতর আঘাত লেগেছে অরুন্ধতীর। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। প্রথমদিন থেকেই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। চারদিন পরেও অভিনেত্রীর জ্ঞান ফেরেনি বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: মধুবালার বায়োপিক

একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে ফেরার পথে বাইক দুর্ঘটনার পড়েন অরুন্ধতী। সঙ্গে ছিলেন তাঁর ভাই। তিনিও গুরুতর আহত হয়েছেন।

২০১৪ সালে ‘পোঙ্গি এজহু মনোহরা’ (Pongi Ezhu Manohara) ছবি দিয়ে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন অরুন্ধতী। ২০১৮ সালে মুক্তি পায় বিজয় অ্যান্টেনির ছবি ‘শয়তান’ (Shaitan)। এই ছবি থেকে হইচই ফেলে দেন অরুন্ধতী। গতবছর মুক্তিপ্রাপ্ত ‘আইয়িরাম পোরকাসুখুল’ (Aayiram Porkaasukal) ছবিতে তাঁকে শেষবার দেখা গিয়েছে।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *