ক্ষমা চাইলেন নানা পাটেকর
RBN Web Desk: ক্ষমা চাইলেন নানা পাটেকর। গতকাল সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, শ্যুটিং ফ্লোরে মেজাজ হারিয়ে এক ব্যক্তিকে চড় মারছেন নানা। প্রবীণ অভিনেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে, সেই ব্যক্তি সেলফি তোলার জন্য আবদার করায় নানা তাঁকে চড় মারেন।
এরপরেই প্রতিবাদের ঝড় বয়ে যায়। শেষমেশ ঘটনাটির জন্য দুঃখপ্রকাশ করে নানা বলেন, তিনি ভুল করেছিলেন। তবে তাঁর দাবি যে ভিডিওটি ছড়িয়েছে সেটি ভুলভাবে নেওয়া হয়েছে। ওই ব্যক্তিকে তিনি শ্যুটিং দলের সদস্য ভেবেছিলেন। একটি দৃশ্যের মহড়া চলছিল। তিনি ভেবেছিলেন, সেটি হয়তো দৃশ্যেরই অংশ। তাই গণ্ডগোলটা হয়।
আরও পড়ুন: প্রশ্নপত্র ফাঁস! প্রথমবার ওয়েব সিরিজ়ে দেবশ্রী
বারাণসীর দশাশ্বমেধ ঘাটে সম্প্রতি নতুন ছবির শ্যুটিং করছিলেন নানা। পরনে কোট-হ্যাট, মাথা শাল ঢাকা দিয়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলেন তিনি। হঠাৎই এক ভক্ত হুড়মুড়িয়ে ভিড় ঠেলে এসে নানার সঙ্গে সেলফি তুলতে যান। বিরক্ত হয়ে নানা তাঁকে চড় মারেন।