প্রশ্নপত্র ফাঁস! প্রথমবার ওয়েব সিরিজ়ে দেবশ্রী
RBN Web Desk: শিক্ষাব্যবস্থা চিরকালই এক চিরাচরিত প্রক্রিয়ায় হয়ে এসেছে। মানুষের জীবনে আধুনিকতার ছোঁয়া লাগলেও, শিক্ষাব্যবস্থা এখনও পুরোপুরি তার ওপর নির্ভরশীল নয়। কিন্তু তাও, ইউটিউবের বিভিন্ন পড়াশোনার চ্যানেল বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে জনপ্রিয়। এই মেলবন্ধনের পরিণাম নিয়েই আসছে সৌরভ চক্রবর্তীর ওয়েব সিরিজ় ‘কেমিস্ট্রি মাসি’।
এই সিরিজ়ে কেন্দ্রীয় চরিত্র সুচরিতা। পড়ুয়াদের মধ্যে সে কেমিস্ট্রি মাসি নামেই পরিচিত। তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। কেমিস্ট্রি মাসির ইউটিউব চ্যানেলে রসায়ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনা দিয়ে সিরিজ় শুরু হয়। সুচরিতা ছাড়াও শিক্ষা বিভাগের উচ্চপদ আসীন তার স্বামীর বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে। সুচরিতার ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় তার নির্দোষ হওয়ার কথা লিখতে থাকে।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
অপরদিকে প্রাইভেট টিউশন সংস্থাগুলো সুচরিতাকে তাদের প্রতিদ্বন্দ্বী ভেবে তার বিরুদ্ধে বিষ ওগরাতে থাকে। শিক্ষাবিভাগ সরাসরি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকায় সরকার পদক্ষেপ নিতে বাধ্য হয়। সুচরিতা ও তার পরিবারকে বারবার জেরার সম্মুখীন হতে হয়। এক পঞ্চাশোর্ধ মহিলা কীভাবে এ বিপদ মোকাবিলা করে, তাই নিয়েই এই সিরিজ়।
সেটে, সৌরভের সঙ্গে
‘কেমিস্ট্রি মাসি’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দেবশ্রী রায়। এই প্রথম কোনও ওয়েব সিরিজ়ে তাঁকে দেখা যাবে। এছাড়া থাকছেন শঙ্কর চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক, সৌম্য মুখোপাধ্যায়, ঋত্বিকা পাল, শ্রেয়া ভট্টাচার্য ও বিপ্লব বন্দ্যোপাধ্যায়।
সিরিজ়ে কাহিনিকার ঈশিতা সরকার ও সৌরভ। আবহের দায়িত্বে রয়েছেন অমিত বসু ও যশ গুপ্ত। এই সিরিজ়ের চিত্রগ্রহণ করেছেন শুভদীপ দে এবং সম্পাদনা করেছেন অমিতাভ দাশগুপ্ত।
শীঘ্রই হইচই-এ দেখা যাবে এই সিরিজ়।