জাতীয় পুরস্কারের পর অনেকেই ‘কালকক্ষ’র খোঁজ করছেন: শর্মিষ্ঠা-রাজদীপ

কলকাতা: জাতীয় পুরস্কার পাওয়ার পর বহু মানুষ ‘কালকক্ষ’র খোঁজ করছেন বলে জানালেন ছবির দুই পরিচালক শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পাল। এ বছর সেরা বংলা ছবির জাতীয় পুরস্কার পেয়েছে ‘কালকক্ষ’। তারপরেই ছবিটা নিয়ে আগ্রহ বেড়েছে বলে জানালেন পরিচালকদ্বয়। গতকাল ‘কালকক্ষ’র সাফল্য উদযাপনের পাশাপাশি শর্মিষ্ঠা-রাজদীপ তাঁদের পরবর্তী ছবি ‘মনপতঙ্গ’র টিজ়ার প্রকাশ করলেন।

করোনাকালে জনমানসে তৈরি হওয়া হতাশা থেকেই ‘কালকক্ষ’র ভাবনা এসেছিল বলে জানালেন শর্মিষ্ঠা। “ওই সময়, যদি করোনা না আসত তাহলে হয়ত গল্পটা এভাবে বুনতাম না। হয়ত অন্যরকম হতো। প্যান্ডেমিক না এলে আমরা তো জানতেই পারতাম না যে প্রতিটা দিন একরকম হয়ে গেলে সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে। শুধু ক্যালেন্ডারে তারিখ পাল্টানো আর প্রতিদিন মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়া ছাড়া আর কিছুই বদলাত না সে সময়,” বললেন তিনি।

আরও পড়ুন: প্রশ্নপত্র ফাঁস! প্রথমবার ওয়েব সিরিজ়ে দেবশ্রী

রাজদীপ যোগ করলেন, “ছোটবেলা থেকেই আমরা ‘আনন্দ’ (ছবি) দেখে জানি, জ়িন্দেগি বড়ি হোনি চাহিয়ে, লম্বি নহি। কিন্তু লকডাউন আমাদের শেখাল, বেঁচে থাকা মানে শুধু জীবনধারণ করা, এর বেশি কিছুই নয়। ‘কালকক্ষ’ একেই চ্যালেঞ্জ করে দেখিয়েছে নিঃশ্বাস শুধু বিষ ছড়ায় না, জীবনও ছড়ায়। অন্ধকারের পরে আলো আসবেই। কাজেই গল্পটা সম্পূর্ণ হতাশার ছিল না।”

শীঘ্রই ‘কালকক্ষ’ কোনও ওটিটি প্ল্যাটফর্মে আসবে। “আমাদের কাজের প্রতি মানুষের আগ্রহও বাড়বে বলে আশা রাখি,” বললেন শর্মিষ্ঠা।

আরও পড়ুন: এত ‘অরণ্য’ কেন?

‘কালকক্ষ’ যেভাবে দর্শকের মনে আতঙ্কের সৃষ্টি করে ‘মনপতঙ্গ’ও কি তেমনই কিছু করবে?

“‘মনপতঙ্গ’ও সেই অর্থে ভয়ঙ্কর গল্প কারণ সেখানেও উচ্চাকাঙ্ক্ষা কতটা সাংঘাতিক হতে পারে দেখানো হয়েছে,” জানালেন রাজদীপ।

“‘মনপতঙ্গ’ নিয়েই আমাদের আগে কাজ করার কথা ছিল,” বললেন শর্মিষ্ঠা। “আমাদের দীর্ঘদিনের তথ্যচিত্রের ও শর্ট ফিল্মের যে জার্নি, ‘মনপতঙ্গ’কে তারই একটা সমষ্টি বলা যেতে পারে।”



রাস্তায় বসবাসকারি মানুষের সঙ্গে একসময় প্রচুর কাজ করেছেন পরিচালকদ্বয়। এই ছবিতেও তেমনই অনেক ‘রিয়েল লাইফ’ চরিত্র থাকবে বলে জানালেন তাঁরা।

“এই ছবিটা প্রথমেই দর্শকের মরালিটি বা নৈতিকতাকে চ্যালেঞ্জ করবে। নৈতিকতা সর্বকালেই সমাজের ওপর নির্ভরশীল। একশো বছর আগের আর আজকের নৈতিকতা সমান নয়। আসলে নিজেদের আকাঙ্ক্ষা পূরণ করার রাস্তা হিসেবেই প্রত্যেক সমাজ তাদের নৈতিকতা সেট করে নেয়। অর্থ, জ্ঞান, ক্ষমতা এবং প্রেম মানুষকে নানাভাবে প্রভাবিত করে। আমাদের নৈতিকতাও এই চারটি মেরুর সংযোগস্থলকে কেন্দ্র করে ঘুরে বেড়ায়। এই ছবিতে সেটাই দেখাতে চেয়েছি আমরা,” বললেন রাজদীপ।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *