দেব আনন্দের বাংলো ভেঙে ২২তলার অট্টালিকা?
RBN Web Desk: ভাঙা হবে দেব আনন্দের বাংলো। মুম্বইতে জুহুর এই বাংলোয়, পরিবার সহ দীর্ঘ চার দশক কাটিয়েছিলেন ‘রাজু গাইড’। সেই বাংলো এবার সম্পূর্ণ ভেঙে ফেলে সেখানে একটি ২২ তলার বিলাসবহুল অট্টালিকা উঠবে বলে শোনা যাচ্ছে। তবে এমন কোনও সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তাঁর ভাতুষ্পুত্র, চলচ্চিত্র পরিচালক কেতন আনন্দ।
স্ত্রী কল্পনা কার্তিক, পুত্র সুনীল আনন্দ ও কন্যা দেবিনা আনন্দকে নিয়ে এই বাংলোতে থাকতেন দেব আনন্দ। পঞ্চাশের দশকে বাংলোটি তৈরি করেছিলেন তিনি। সেই সময় জুহু আজকের মতো ঘন জনবসতিপুর্ণ এলাকা ছিল না। সুনীল বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। কল্পনাকে নিয়ে দেবিনা থাকেন উটিতে। তাঁদের পক্ষে বাংলোটি রক্ষণাবেক্ষণ করা সম্ভব হচ্ছিল না। তাই তাঁরা সেটি বিক্রি করে দিতে চান বলে খবরে প্রকাশ। শোনা যাচ্ছে, প্রায় ₹৪০০ কোটির বিনিময়ে এক নির্মাণ সংস্থা বাংলোটি কিনে নিয়েছে।
আরও পড়ুন: এত ‘অরণ্য’ কেন?
এদিকে বাংলো বিক্রি হয়ে যাওয়ার খবরটি গুজব বলে দাবি করেছেন কেতন। তিনি জানিয়েছেন, দেবিনার সঙ্গে তাঁর কথা হয়েছে, বাংলোটি বিক্রি হচ্ছে না।