সৃজিতের থ্রিলারে দেব
RBN Web Desk: আবারও থ্রিলারে হাত দিতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। সূত্রের খবর, এই ছবির মুখ্য ভূমিকায় থাকবেন দেব। এর আগে সৃজিতের ‘জ়ুলফিকর’ ছবিতে অভিনয় করেছিলেন দেব। কিছুদিন আগে দেবের প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল, তাঁকে এবং সৃজিতকে আবার একসঙ্গে কাজ করেত দেখা যাবে।
কয়েক বছর আগে শোনা গিয়েছিল নবাব সিরাজদ্দৌলাকে নিয়ে ইতিহাস-ভিত্তিক ছবি করতে চান সৃজিত। সিরাজদ্দৌলার চরিত্রে দেবের থাকার কথা ছিল। যে কোনও কারণেই হোক ছবিটি তৈরি হয়নি। এরপর শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট ব্যোমকেশ বক্সীকে নিয়ে দুজনের মধ্যে চলে ঠাণ্ডা লড়াই।
আরও পড়ুন: টেলিভিশন ধারাবাহিকে ফিরছেন শ্বেতা
বছরের শুরুতেই শোনা গিয়েছিল ব্যোমকেশ সিরিজ়ে অন্যতম জনপ্রিয় উপন্যাস ‘দুর্গরহস্য’ নিয়ে কাজ করতে চলেছেন সৃজিত। এর পরপরই দেবের প্রযোজনা সংস্থা থেকে ‘দুর্গরহস্য’ আসছে বলে ঘোষণা করা হয়। দুইয়ে দুইয়ে চার করে সকলেই যখন ধরে নিয়েছে সৃজিতের পরিচালনায় আবার কাজ করবেন দেব, তখনই সৃজিত টুইট করে জানান যে এই ‘দুর্গরহস্য’-এর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। পরে জানা গেল, দেবের প্রযোজনায় সেই ছবি পরিচালনা করবেন বিরসা দাসগুপ্ত।
কিছুদিনের মধ্যেই আবার জানা গেল সৃজিতও একই গল্প নিয়ে কাজ করতে চলেছেন। তবে তা ওয়েব সিরিজ়ে। সেই নিয়ে কিছুদিন দুই শিবিরে চলতে থাকে প্রমোশনের লড়াইও। তবে সেই সব ছবি ও সিরিজ় মুক্তির আগেই নিজেদের মধ্যে যাবতীয় তিক্ততা মিটিয়ে নিয়েছেন দেব ও সৃজিত।
নতুন থ্রিলার নিয়ে মুখ খুলতে চাননি সৃজিত। ২০২৪-এ ছবিটি মুক্তি পেতে পারে বলে সূত্রের খবর।