চলে গেলেন সতীশ কৌশিক
RBN Web Desk: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিশিষ্ট অভিনেতা-পরিচালক সতীশ কৌশিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। গতকাল হোলি উপলক্ষে জাভেদ আখতার ও শাবানা আজ়মির জুহুর পার্টিতে গিয়েছিলেন সতীশ। সেখানে জাভেদ-শাবানা ছাড়াও উপস্থিত ছিলেন আলি ফজ়ল, রিচা চাড্ডা, মহিমা চৌধুরীরা।
ট্যুইটারে সেইসব ছবি কালই পোস্ট করেছিলেন সতীশ। লিখেছিলেন ‘জানকী কুটির জুহুতে মজাদার হোলি কাটাচ্ছি’। সেই আনন্দ যে এত তাড়াতাড়ি বিষাদে পরিবর্তিত হবে এমনটা কেউই ভাবতে পারেননি।
আজ সকালে সতীশের ঘনিষ্ট বন্ধু অভিনেতা অনুপম খের নিজের ট্যুইটারে খবরটি জানান। ১৯৫৬ সালের ১৩ এপ্রিল পাঞ্জাবে জন্ম হয় সতীশের। থিয়েটার অভিনেতা সতীশ ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পড়াশোনা করেন। বড়পর্দায় শেখর কাপুরের ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে, ক্যালেন্ডারের চরিত্রে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
আরও পড়ুন: সম্পর্ক অস্বীকার জ়িনতের
কেরিয়ারের শুরুর দিকে ‘জানে ভি দো ইয়ারো’, ‘মান্ডি’, ‘উও সাত দিন’-এর মতো ছবিতে অভিনয় করেন সতীশ। তাঁর পরিচালনায় প্রথম ছবি ‘রূপ কি রানী চোরো কা রাজা’। অভিনয় এবং পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও সুনাম ছিল সতীশের। তাঁর স্ত্রী এবং দুই সন্তান বর্তমান।
সতীশের মৃত্যুতে মুম্বই শিল্পীমহলে নেমে এসেছে শোকের ছায়া।