কৌশিকের ছবিতে সমান্তরাল জগতের অপরাধ কাহিনী
RBN Web Desk: আমাদের চারপাশের বাস্তববাদী জগতের উর্ধে রয়েছে অন্য একটি জগৎ, এক আলাদা ডাইমেনশন, যেখানে এমন অনেক কিছু ঘটে যা সচেতন মন স্বীকার করতে চায় না। বা হয়তো জানতেও পারে না। এক অপরাধীর মনের ভেতরে, সমান্তরাল জগতে ঘটে চলা নানা অদ্ভুত বিষয় নিয়ে হিন্দি থ্রিলার ছবি ‘ছিপকলি’ পরিচালনা করেছেন কৌশিক কর। অভিনয়ে আছেন যশপাল শর্মা, যোগেশ ভরদ্বাজ ও তন্নিষ্ঠা বিশ্বাস।
ছবির কাহিনী এগোবে খুনের দায়ে অভিযুক্ত এক অপরাধী এবং এক গোয়েন্দার কথোপকথনকে কেন্দ্র করে। ছবির মূল বক্তব্য চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় মানুষের সচেতন চিন্তাশক্তি, দৃশ্যমান জগতের সত্যতা, সমাজব্যবস্থা ও সর্বোপরি বিচারব্যবস্থার প্রক্রিয়াকেও। প্রশ্ন করে মানুষের সীমিত চিন্তাভাবনাকে, জীবন সম্পর্কে ভুল ধারণাকে, শুধুমাত্র দেখার ভিত্তিতে সিদ্ধান্তে উপনীত হওয়ার পদ্ধতিকে এবং এই একঘেয়েমির উর্ধে উঠে দেখতে না পাওয়াকে।
আরও পড়ুন: সম্পর্ক অস্বীকার জ়িনতের
নিজের স্ত্রী এবং পুত্রকে খুন করার দায়ে অভিযুক্ত এক লেখক হাইকোর্টের বিচারে নির্দোষ প্রমাণিত হয়। কিন্তু তা সত্বেও এক গোয়েন্দার জিজ্ঞাসাবাদের সামনে বসতে হয় তাকে।
ছবির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন সৌরভ বন্দোপাধ্যায়। সম্পাদনা করেছেন পবিত্র জানা। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন মিমো ও সর্বেশ কাশ্যপ। গানগুলি গাইবেন শান, স্নিগ্ধজিৎ ভৌমিক ও দেবাঞ্জলি যোশী। গান লিখেছেন সোহম মজুমদার।
৭ এপ্রিল মুক্তি পাবে ‘ছিপকলি’।