সম্পর্ক অস্বীকার জ়িনতের
RBN Web Desk: বিশিষ্ট অভিনেতা ও পরিচালক রাজ কাপুরের সঙ্গে নাকি তিনি সম্পর্কে জড়িয়েছিলেন। দেবানন্দের আত্মজীবনী ‘রোমান্সিং উইথ লাইফ’-এ লেখা এই মন্তব্য নিয়ে বহুবার চর্চা হয়েছে। এতদিন এই বিতর্ক নিয়ে মুখ খোলেননি জ়িনত অমান। এবার সমস্ত জল্পনার অবসান ঘটালেন তিনি। সম্প্রতি মুম্বইয়ে এক অনুষ্ঠানে রাজ কাপুরের সঙ্গে সম্পর্ক অস্বীকার করে জ়িনত জানিয়েছেন, দেবানন্দের দাবি সম্পূর্ণ মিথ্যা।
দেবানন্দের পরিচালনায় ১৯৭১ সালে ‘হরে রাম হরে কষ্ণ’ ছবিতে আত্মপ্রকাশ করেন জ়িনত। ভারতীয় ছবির ইতিহাসে অন্যতম সফল ছবি ছিল দেবানন্দ, জ়িনত ও মুমতাজ় অভিনীত ‘হরে রাম হরে কষ্ণ’। এরপর নায়িকা হিসেবে একের পর এক তুমুল সফল ছবিতে কাজ করেছেন তিনি। ১৯৭৮ সালে রাজ কাপুরের ‘সত্যম শিবম সুন্দরম’ ছবিতে কাজ করেন জ়িনত।
আরও পড়ুন: সহজ-সরল সময়ের উপরেই ভরসা রাখছে সুহোত্র, দিতিপ্রিয়া
ওই সময় দেবানন্দ-জ়িনত-রাজের সম্পর্ক নিয়ে কম আলোচনা হয়নি। তবে সে সব জল্পনায় শেমষেশ জল ঢাললেন জ়িনত।