অভিনেতা অনুপম শ্যাম প্রয়াত
RBN Web Desk: চলে গেলেন অভিনেতা অনুপম শ্যাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও মনের জোরকে পুঁজি করে কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। তবে এবারে হার মানতে বাধ্য হলেন। আজ সকালে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে দেহের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হওয়ায় তাঁর মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানানো হয়েছে যে দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন অনুপম। ডায়ালিসিসও চলছিল। গত বছর অভিনেতা নিজেই জানিয়েছিলেন, শুটিং শেষ করে তিনি হাসপাতালে ডায়ালিসিস করাতে যান। তবে চিকিৎসার বিপুল খরচ সামলাতে হিমশিম খাচ্ছিলেন তিনি ও তাঁর পরিবার। সপ্তাহখানেক আগে আশঙ্কাজনক অবস্থায় মুম্বইয়ের এক হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। অভিনেতা সোনু সুদ বিষয়টি জানতে পেরে অভিনেতার পাশে দাঁড়ান।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
‘সত্যা সংগ্রাম’, ‘শ্যাম দস্তক’, ‘নায়ক’, ‘লাগান’, ‘পাপ’, ‘শক্তি’ ও ‘স্লামডগ মিলিওনিয়ার’-এর মতো ছবিতে কাজ করেছেন অনুপম। টেলিভিশনেও প্রবল জনপ্রিয়তা অর্জন করেন। অনেকেই তাঁকে অনুকরণ করে গোঁফ রাখাও শুরু করেছিলেন। সম্প্রতি ‘প্রতিজ্ঞা ২’-এর শুটিংও করছিলেন তিনি।