প্রথম ছবি ‘হরর স্টোরিজ়’
RBN Web Desk: প্রেক্ষাগৃহ খোলার পর প্রথম বাংলা ছবিটি মুক্তি পেতে চলেছে। প্রায় তিনমাস বন্ধ থাকার পর ৫ আগস্ট কলকাতায় সিনেমাহলগুলো আবার তাদের দরজা খুলেছে। যদিও সমস্তরকম কোভিডবিধি মেনে শুধুমাত্র ৫০ শতাংশ দর্শককেই আপাতত প্রবেশাধিকার দেওয়া হচ্ছে, তবু প্রথমদিনে আইনক্সের বিভিন্ন হলে স্বল্পসংখ্যক দর্শকের উপস্থিতি হলমালিকদের মনে আশা জাগিয়েছে। ১৩ আগস্ট থেকে আরও বেশ কিছু হল নতুন ও পুরোনো ছবি নিয়ে শুরু করতে চলেছেন তাদের দ্বিতীয় কোভিড ঢেউ পরবর্তী যাত্রা।
হলিউড ছবি ‘দ্য সুইসাইড স্কোয়াড’ এবং সলমন খান ও দিশা পাটানি অভিনীত ‘রাধে’ ছবি দিয়ে প্রথম সপ্তাহে হলগুলো খুললেও, আগামী সপ্তাহে প্রথম বাংলা ছবি হিসেবে পরিচালক সায়ন বসু চৌধুরীর ‘হরর স্টোরিজ়’ মুক্তি পেতে চলেছে। ছবিতে অভিনয় করেছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়, রুপসা মুখোপাধ্যায়, অলিভিয়া সরকার, সুরজিৎ মাইতি, রোশনি ঘোষ ও সুপ্রতিম সাহা।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
ছবির কাহিনী মূলত দুটি। প্রথম গল্পে রয়েছে এক জাদু বাক্সের কথা। সে এমন এক বাক্স যার কাছে রয়েছে জীবনের হরেক খুশির চাবিকাঠি। সেই কুড়িয়ে পাওয়া বাক্সের কাছে যা খুশি চাইলেই পাওয়া যায়। কিন্তু বাক্স কি শুধু আনন্দ নিয়ে আসে? নাকি প্রাপ্তির আড়ালে ক্রমশ ঘনিয়ে আসে বিপদও?
দ্বিতীয় গল্প এক নবদম্পতিকে নিয়ে। সদ্য বিবাহিত দম্পতির মধ্যে যেমন নতুন করে ভালোলাগার টান থাকে, তেমনই থাকে নতুন সম্পর্কে মানিয়ে নেওয়ার চাপও। কিন্তু সেই চাপ যদি বাড়তে-বাড়তে আয়ত্বের বাইরে চলে যায়? পরিবারে ঘটে যায় রহস্যজনক মৃত্যুও। তারপর কী ঘটে? দুটি গল্পের মধ্যে কী কোনও অদৃশ্য সূত্র রয়েছে?
১৩ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘হরর স্টোরিজ়’।