বড় চমক আসতে চলেছে এ সপ্তাহে: নীল
RBN Web Desk: নতুন জীবনে চুটিয়ে সংসার করছেন নীল ভট্টাচার্য, জানালেন নিজেই। সম্প্রতি কলকাতায় এক ছবির প্রিমিয়রে তাঁকে পাওয়া গেল। ফেব্রুয়ারি মাসে অভিনেত্রী তৃণা সাহার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নীল। কেমন লাগছে বিবাহিত জীবন এই প্রশ্নের উত্তরে তিনি রেডিওবাংলানেট-কে জানালেন, “নতুন জীবন, নানারকম নতুন অভিজ্ঞতাও হচ্ছে, সব মিলিয়ে উপভোগ করছি জীবনটাকে। যদিও আমরা দুজনে দুটো আলাদা সিরিয়ালের ইউনিটে কাজ করি তবু মাঝে কয়েকমাস লকডাউন চলায় অনেকটা সময় একসঙ্গে কাটাতে পেরেছি। তাই সেদিক দিয়ে লকডাউনটা আমাদের জন্য উপকারী হয়েছে বলা যায়। তবে সংসারের পাশাপাশি আমরা নিজেদের কাজটাও খুব মন দিয়ে করি।”
কীভাবে এগোবে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক? এ প্রশ্নের উত্তরে নীল জানালেন, “এক্ষুণি সবটা বলা যাবে না। তবে এ সপ্তাহে বড় চমক আসতে চলেছে। এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা আগে কখনও বাংলা ধারাবাহিকের ক্ষেত্রে ঘটেনি। এটুকু বলতে পারি। সেই বিশেষ ঘটনা দেখা যাবে এবং দর্শকরা যখন সেটা দেখবেন, তখন অবশ্যই আমি নিজে সবটা জানাব।”
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
তাঁর পরবর্তী কাজ নিয়ে এখনই কিছু খোলসা করে বললেন না ‘কৃষ্ণকলি’র নিখিল। তবে কাজ সংক্রান্ত নতুন খবর তিনি নিজে শীঘ্রই জানাবেন বলে ইঙ্গিত দিলেন।
‘কৃষ্ণকলি’র পর কি তিনি মেগাধারাবাহিকেই থাকবেন নাকি বড় পর্দায় দেখা যাবে তাঁকে? “অবশ্যই টেলিভিশন” স্পষ্ট উত্তর নীলের।
ছবি: প্রতিবেদক