এবার শীতে ভূস্বর্গে ফেলুদা, অন্য জল্পনাও উস্কে দিলেন সৃজিত
RBN Web Desk: শীতের রাজ্যে নিয়ে যেতে এবার শীতেই ফেলুদা আসছে। সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত সিরিজ ‘ফেলুদার গোয়েন্দাগিরি’র পরবর্তী গল্প ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ (Bhushawrgo Bhoyonkawr) মুক্তি পেতে চলেছে কিছুদিনের মধ্যে। তবে সেই কাহিনির সঙ্গে কি কোনওভাবে ‘জয় বাবা ফেলুনাথ’কে যুক্ত করা হতে চলেছে? ছবি তো তেমনই ইঙ্গিত করছে। আজ মুক্তি পেয়েছে সিরিজের প্রথম টিজ়ার।
গল্পের মূল তিন চরিত্রে আগের মতোই থাকবেন টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarty) ও কল্পন মিত্র (Kalpan Mitra)। এছাড়াও অভিনয়ে থাকবেন ঋদ্ধি সেন (Riddhi Sen)। থাকতে পারেন লোকনাথ দে (Loknath Dey), দেবেশ চট্টোপাধ্যায়ও (Debesh Chatterjee)।
এর আগে সৃজিতের ‘ফেলুদা ফেরত’ সিরিজ়ের প্রথম পর্ব হিসেবে মুক্তি পেয়েছিল ‘ছিন্নমস্তার অভিশাপ’। একই সিরিজের দ্বিতীয় কাহিনি ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’ বাক্সবন্দী হয়েই রয়ে গেছে। সেই পর্ব কবে মুক্তি পাবে নির্মাতারা জানাতে পারেননি। পরবর্তীতে ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ সিরিজ়ের প্রথম সিজ়ন হিসেবে মুক্তি পেয়েছে ‘দার্জিলিং জমজমাট’। দ্বিতীয় সিজ়ন এই ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’। এক অবসরপ্রাপ্ত বিচারকের সঙ্গে ফেলু-তোপসে-জটায়ুর আলাপ হয় কাশ্মীর বেড়াতে গিয়ে। ঘটনার সূত্রপাত সেই থেকেই।
আরও পড়ুন: পরিবারের নতুন সদস্য জয়দীপ
গত কয়েক বছরে এক অলিখিত নিয়ম হয়ে গেছে শীতকালে ফেলুদার ছবি বা সিরিজ় মুক্তির জন্য। ফলে যে যখনই ফেলুদা চরিত্রটি নিয়ে কাজ করেন, সেটির মুক্তি সবসময় বড়দিনের সময়েই হয়ে থাকে। আশা করা যাচ্ছে শীতের মরশুমে বড় ব্যানারের ছবির পাশাপাশি হইচইতে মুক্তি পাবে সিরিজ়টি।