হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন
RBN Web Desk: হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। আজ মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে অভিনেতার অ্যাঞ্জিয়োপ্লাস্টি (angioplasty) করা হয়েছে বলে জানা গেছে। অমিতাভকে যে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, তা পরিবারের তরফ থেকে গোপন রাখা হয়েছিল। আজ এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্ট করেন অভিনেতা। সেখানে লেখেন, তিনি চিরকৃতজ্ঞ।
হাসপাতাল সূত্রের খবর, অমিতাভের পায়ে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয়েছে। তাঁর পায়ে রক্ত জমাট বেঁধেছিল। তা সচল করতেই অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয়েছে। তবে বচ্চন পরিবারের তরফে এ প্রসঙ্গে এখনও কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: ‘দিদি নম্বর ওয়ান’-এর ভবিষ্যৎ কী, জানালেন রচনা
এর আগে, এ বছরেই ৮১ বছর বয়সী অভিনেতার কব্জিতে অস্ত্রোপচার করা হয়েছিল। এর পরে শুটিংয়েও ফিরেছিলেন তিনি।
খুব তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না অভিনেতা। তাঁকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে বলে জানা গেছে।