ছবি মুক্তির ৪৮ ঘণ্টার মধ্যে রিভিউ প্রকাশ নয়, প্রস্তাব আদালতের
RBN Web Desk: কোনও ছবি মুক্তির ৪৮ ঘণ্টার মধ্যে রিভিউ প্রকাশ না করার প্রস্তাব দিল কেরল হাইকোর্ট। আদালতে একটি পিটিশন দাখিল করে বলা হয়, ফিল্ম সমালোচনার উদ্দেশ্য হলো জনগণকে সচেতন করে তোলা বা তাঁদের কাছে বার্তা পৌঁছে দেওয়া। কখনওই কারও ক্ষতি করা বা সাধারণের কাছ থেকে জোর করে টাকা আদায় করা নয়। সেই পিটিশনের প্রেক্ষিতেই আজ এমন মন্তব্য করল কেরল হাইকোর্ট।
পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট এক অ্যামিকাস ক্যুরি (উপদেষ্টা) নিয়োগ করেছিল। সেই উপদেষ্টা শ্যাম পদ্মন আদালতকে জানিয়েছেন ৪৮ ঘণ্টার মধ্যে রিভিউ প্রকাশিত হলে তা দর্শকের দৃষ্টিভঙ্গিতে প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন: শুধু মেয়েদের নিয়ে ‘নজরবন্দি’, নেই কোনও পুরুষ চরিত্র
শ্যাম জানিয়েছেন, ছবি নিয়ে নেতিবাচক সমালোচনা বের হলে সেগুলোর জন্য নির্মাতারা প্রস্তুত থাকেন না। ‘রিভিউ বম্বিং’ বন্ধ করার জন্য একটা নির্দিষ্ট পোর্টাল থাকা জরুরি বলে মনে করেন তিনি। এরকম বহু ব্লগার আছেন যাঁরা ইচ্ছেমতো কোনও ছবির নেতিবাচক রিভিউ করেন মুনাফা লাভের আশায়। সব সমালোচনা গঠনমূলক হওয়া উচিৎ, মত পদ্মনের।