বিশিষ্ট বাঙালির চরিত্রে সইফ, শুটিং শুরু শীঘ্রই

RBN Web Desk: কিছুদিন আগেই নিজের বাড়িতে আততায়ীর আঘাতে ক্ষতবিক্ষত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। সুস্থ হয়ে উঠে আপাতত নিজের আগামী ছবির প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়লেন ছোটে নবাব সইফ আলি খান (Saif Ali Khan)। এবার সইফকে দেখা যাবে এক পলিটিকাল থ্রিলার ছবিতে। নাম না হওয়া এই ছবিতে সইফ থাকছেন এক বিখ্যাত বাঙালির ভূমিকায়। দেশের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেনের ভূমিকায় দেখা যাবে সইফকে। এছাড়াও ছবিতে থাকবেন প্রতীক গান্ধী, দীপক দোবরিয়াল, অনিরুদ্ধ দাভে। এর আগে প্রদীপ সরকারের ‘পরিণীতা’ (Parineeta) ছবিতে সইফকে বাঙালি চরিত্র শেখরের ভূমিকায় দেখা গিয়েছিল। 

ভারতের সংবিধান কার্যকরী করা হয় ২৬ জানুয়ারি, ১৯৫০। প্রজাতন্ত্র ভারতের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৫১ সালের ২৫ অক্টোবর থেকে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়কাল উঠে আসবে ছবিতে। ভারতের প্রথম নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার কাজে নেতৃত্ব দিয়েছিলেন বাঙালি আসিএস সুকুমার সেন। 

আরও পড়ুন: তাঁকে ছাড়া কাস্টিং অসম্পূর্ণ, বললেন তব্বু

ছবির প্রোডাকশনের কাজ এই মুহূর্তে প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে। কিছুদিনের মধ্যেই ছবির টিম গুজরাট পৌঁছে শুটিং শুরুর তোড়জোড় করতে চলেছে। একটি ওটিটি মাধ্যমের জন্য ছবিটি তৈরি হতে চলেছে। সইফ এর আগেও বেশ কয়েকটি ওয়েব সিরিজ়ে কাজ করেছেন। এর মধ্যে ‘সেক্রেড গেমস’ (Sacred Games) ও ‘তাণ্ডব’ (Taandav) জনপ্রিয় হয়েছিল। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *