বহুদিন হিট নেই, এবার মহাভারত নিয়ে ভাবছেন আমির
RBN Web Desk: মহাভারত নিয়ে কাজ করার জল্পনা চিরকাল সমস্ত ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতেই চলতে থাকে। বাজেট সমস্যার কারণে ছোটপর্দায় বারকয়েক এলেও বড়পর্দায় আজও নির্মাতাদের এই স্বপ্ন সত্যি করা যায়নি। তবে এবার তারকা অভিনেতা আমির খান (Aamir Khan) এই নিয়ে কাজ করতে ইচ্ছুক বলে জানিয়েছেন।
২০১৮ সালে মুক্তি পায় আমির, অমিতাভ বচ্চন ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ঠগস অফ হিন্দুস্থান’ (Thugs of Hindostan)। ছবিটি থেকে অভিনেতার অনেক আশা থাকলেও বক্স অফিসে সেটি মুখ থুবড়ে পড়ে। এরপর ২০২২ সালে করিনা কপূরের সঙ্গে অভিনীত ‘লাল সিং চড্ডা’ (Laal Singh Chaddha) ছবিটিও বক্স অফিসে ভালো ফল না করায় আমির কিঞ্চিৎ হতাশ হয়ে পড়েন। একটা সময় অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণাও করে ফেলেন তিনি।
আরও পড়ুন: দক্ষ অভিনেতা নিয়েও প্রাপ্তি শুধুই হতাশা
তবে তাঁর প্রযোজনায় এবং প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের পরিচালনায় ২০২৩ সালে ‘লাপতা লেডিজ’ (Laapataa Ladies) ছবিটি প্রবল জনপ্রিয়তা পায়। শোনা যাচ্ছে ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘তারে জমিন পর’ (Taare Zameen Par) ছবির সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’ (Sitaare Zameen Par) নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন আমির। এই ছবিতে জেনেলিয়া ডিসুজ়াকে দেখা যেতে পারে। সম্প্রতি আমিরের বড় ছেলে জুনেইদ খান (Junaid Khan) বড়পর্দায় আত্মপ্রকাশ করেছেন ‘লাভিয়াপ্পা’ (Loveyapa) ছবির মাধ্যমে।
আরও পড়ুন: কাকাবাবুর ভূমিকায় প্রসেনজিতের প্রত্যাবর্তন
এর মধ্যেই গতকাল সংবাদমাধ্যম পরিচালিত এক অনুষ্ঠানে এসে আমির জানান হাতে তেমন কাজ নেই, এই সময় তিনি তাঁর বহুদিনের স্বপ্নের প্রজেক্ট মহাভারত নিয়ে চিন্তাভাবনা করার সময় পাবেন। তিনি নিজে তাঁর প্রজেক্টে অভিনয় করবেন কিনা জিজ্ঞাসা সে বিষয়ে আমির অবশ্য খোলসা করে কিছু বলেননি। এর আগে তিনি এই প্রজেক্ট নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সেই সময় কৃষ্ণ অথবা কর্ণ এই দুইয়ের মধ্যে কোনও একটি চরিত্রে কাজ করার ইচ্ছা ছিল তাঁর। এছাড়াও ভীষ্ম চরিত্রে অমিতাভ, অর্জুনের চরিত্রে হৃত্বিক রোশন ও দ্রৌপদীর চরিত্রে ঐশ্বর্য রাইয়ের কথা চিন্তা করেছিলেন তিনি।
তবে এতদিন পর এই সমস্ত চরিত্র নিয়ে হয়তো নতুন করেই ভাববেন আমির। সেই বিষয়ে এখনই কিছু বলতে চাননি তিনি।
উল্লেখ্য দক্ষিণের পরিচালক এসএস রাজামৌলিও (SS Rajamouli) মহাভারত নিয়ে বেশ কয়েকটি ভাগে কাজ শুরু করতে চলেছেন। ২০২৭ নাগাদ তাঁর এই মেগা প্রজেক্টের প্রথম পর্ব মুক্তি পাওয়ার কথা।