মিতালির বায়োপিক, পরিচালনায় সৃজিত

RBN Web Desk: ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের বায়োপিক তৈরি করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। আজ এই খবর ট্যুইট করে জানিয়েছেন মুম্বইয়ের বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ। এর আগে ‘গুমনামি’ ও ‘এক যে ছিল রাজা’র মতো আংশিক জীবনীনির্ভর ছবি তৈরি করেছেন সৃজিত। তবে তাঁর পরিচালিত পূর্ণ দৈর্ঘ্যের বায়োপিক এই প্রথম। ছবিতে মিতালির ভূমিকায় অভিনয় করবেন তাপসী পন্নু।

ক্রিকেট জগতে সুপরিচিত নাম মিতালি। ১৯৯৯ সালে মাত্র ১৭ বছর বয়সে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া এই ক্রিকেটারের খ্যাতি সুবিদিত। পদ্মশ্রী ও অর্জুন পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি। কনিষ্ঠতম মহিলা টেস্ট ক্রিকেটার হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডও রয়েছে তাঁর ঝুলিতে।

খেলোয়াড়দের নিয়ে ইদানিংকালে ‘ভাগ মিলখা ভাগ’, ‘আজ়হর’, ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র মতো ছবি তৈরি হলেও, ভারতীয় কোনও মহিলা ক্রিকেটারকে নিয়ে বায়োপিক এই প্রথম।

আরও পড়ুন: শেষ যাত্রায় ব্রাত্য, পথ হেঁটেছিলেন মাত্র কয়েকজন

বছর দুয়েক আগেই ‘সাবাশ মিতালি’ নামের এই ছবি ঘোষণা করা হয়েছিল। রাহুল ঢোলাকিয়ার পরিচালনায় কাজও এগিয়ে গিয়েছিল। তবে তা মাঝপথে বন্ধ হয়ে যায়। ‘রইস’, ‘পরজ়ানিয়া’র মতো ছবি পরিচালনা করেছেন রাহুল। ‘সাবাশ মিতালি’র চিত্রনাট্য লিখেছিলেন প্রিয়া আভেন এবং কাহিনী বিন্যাস করেছেন অজিত আন্ধারে।




পরবর্তীকালে ছবির কারিগরি বিভাগে রদবদল হয়।  ছবির নামও পাল্টে ‘সাবাশ মিঠু’ রাখা হয়। রাহুল এক বিবৃতিতে জানিয়েছেন যে তিনি আর এই ছবির সঙ্গে যুক্ত নন। রাহুলের পরিবর্তে এখন সৃজিতের উপর এই ছবি পরিচালনার দায়িত্ব বর্তেছে।



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *