‘নীলাঞ্জনা’র অব্যক্ত ভালোবাসা এবার রহস্যের মোড়কে
RBN Web Desk: লাল ফিতে, সাদা মোজা, স্কুল ইউনিফর্মের নীলাঞ্জনা প্রায় প্রত্যেক বাঙালি কিশোরের কাছে হয়ে উঠেছিল স্বপ্নের নায়িকা। ১৯৯৭ সালে প্রকাশিত নচিকেতা চক্রবর্তীর এই গান আজও শ্রোতাদের মুখে-মুখে ফেরে। তুমুল জনপ্রিয় এই গানের একাধিক সিক্যুয়েলও পরবর্তীকালে বেরোয় শিল্পীর কণ্ঠে। সেই একই নামকরণে আজ মুক্তি পেতে চলেছে পরিচালক অর্ক সিনহার ছবি ‘নীলাঞ্জনা’।
“প্রথম থেকেই নচিকেতার গানটির কথা আমার মাথায় ছিল,” রেডিওবাংলানেট-কে জানালেন অর্ক। “গানটি যার বয়ানে, সেই ছেলেটির নীলাঞ্জনার প্রতি একটা অব্যক্ত ভালোবাসা ছিল। আমার ছবির কেন্দ্রেও রয়েছে সেই ভালোবাসা গল্প। এই ছবিতে একটি ছেলে সারাজীবন নীলাঞ্জনাকে ভালোবেসে এসেছে কিন্তু সেটা প্রকাশ করতে পারেনি। পরবর্তীকালে সেই ভালোবাসা থেকে কিছু সমস্যার তৈরি হয়। তবে গানের সঙ্গে ছবির নামকরণ ছাড়া আর কোনও মিল এনই। গানটি এখানে কেবল অনুপ্রেরণা মাত্র।”
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
ছবিতে নীলাঞ্জনার চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার। অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়। ছবির গল্প সুকৃতী সাহার। যেহেতু থ্রিলার তাই ছবি নিয়ে বিশেষ মুখ খুললেন না পরিচালক। ২০১৬ সালে তৈরি হয় এই ছবি।
“বর্তমানে করোনা ভাইরাসের আতঙ্কে সবাই আমরা গৃহবন্দী। আমার ছবির নীলাঞ্জনাকেও একসময় এই বন্দী জীবন কাটাতে হয়। সেখানেও একটা মিল থেকে যাচ্ছে। তাছাড়া এই অবস্থায় দর্শক তো আর প্রেক্ষাগৃহে ছবি দেখতে পারবেন না। তাই অনলাইনেই মুক্তি পাবে ‘নীলাঞ্জনা’,” জানালেন অর্ক।