আবারও মিমি-অর্জুন, এবার সঙ্গে হরিহরণপুত্র

RBN Web Desk: বাবা হরিহরণ পদ্মশ্রী ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক। তাঁর ছেলেকে এবার দেখা যাবে ছবির পর্দায়। অরিন্দম শীল পরিচালিত ‘খেলা যখন’ ছবিতে অভিনয় করতে চলেছেন কর্ণ। এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মিমি চক্রবর্তী ও অর্জুন চক্রবর্তী। ‘বাপি বাড়ি যা’, ‘ক্রিসক্রস’-এর পর আবারও মিমি-অর্জুন জুটিকে বড় পর্দায় দেখা যাবে।  

বর্তমানে রামপুরহাটে ‘মহানন্দা’ ছবির শুটিংয়ে ব্যস্ত অরিন্দম। বছর তিনেক আগে ‘খেলা যখন’-এর কাজ শুরু করার কথা ছিল তাঁর। এরপর বিভিন্ন কারণে ও করোনার জন্য সব কাজ পিছিয়ে যায়। অরিন্দম ঠিক করেন ‘মহানন্দা’র কাজ শেষ করে থ্রিলার ছবিতে হাত দেবেন।

আরও পড়ুন: সুব্রত মিত্র স্মরণে প্রদর্শনশালার পরিকল্পনা

মিমি ও অর্জুন ছাড়াও ‘খেলা যখন’-এর একটি বিশেষ চরিত্রে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। নবাগতা অভিনেত্রী সুস্মিতার ওপর বেশ আস্থা রাখছেন পরিচালক।




ছবিতে মিমি অভিনীত চরিত্রটির নাম ঊর্মি। অসুস্থ হয়ে কোমা থেকে ফিরে আসার পর পারিপার্শ্বিক সবকিছুই তার কাছে বদলে যেতে থাকে। চারপাশের মানুষজনের দেওয়া বর্ণনার সঙ্গে ঊর্মির চিন্তাভাবনা মেলে না। অতীত এবং বর্তমানের সঙ্গে সে লড়াই করতে থাকে। এভাবেই ঘনীভূত হয় রহস্যের মেঘ।

আরও পড়ুন: মূল সত্যজিৎ কি পড়েছিলেন তিনি? নীরেনের বক্তব্যে ধোঁয়াশা

এই প্রথম মিমির সঙ্গে একই ছবিতে কাজ করবেন জুন মাল্য। অন্যান্য চরিত্রে রয়েছেন অলকানন্দা রায়, বরুণ চন্দ ও অর্ণ মুখোপাধ্যায়। ছবিতে সঙ্গীতের দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ।

আগস্ট থেকে ‘খেলা যখন’-এর শুটিং শুরু হওয়ার কথা। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *