সৃজিতের উদাহরণ দিলেন অঙ্কুশ
RBN Web Desk: তাঁর অভিনীত ছবি ‘মির্জ়া‘ (Mirza) সম্পর্কে বলতে গিয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) উদাহরণ দিলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। সম্প্রতি মুক্তি পেয়েছে সুমিত-সাহিল পরিচালিত ছবিটি। নামভূমিকায় রয়েছেন অঙ্কুশ। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঐন্দ্রিলা সেন (Oindrila Sen), কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) ও ঋষি কৌশিক।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অঙ্কুশ জানালেন গত পাঁচ বছর ধরে অনেকেই তাঁকে একটা পুরোদস্তুর বাংলা বাণিজ্যিক ছবিতে দেখতে চেয়ে অনুরোধ করেছেন। সেই কথা মাথায় রেখেই ‘মির্জ়া’য় অভিনয় করেছেন তিনি। এই সূত্রেই তিনি বলেন যে সৃজিত মুখোপাধ্যায়ের বেশিরভাগ ছবিকে অন্যধারার ছবি বলা যাবে না। তিনি মূলধারার বাণিজ্যিক ছবিই তৈরি করেন কিন্তু তাতে যুক্তির কোনও অভাব থাকে না। হঠাৎ করে নায়ক-নায়িকা গান গাইতে শুরু করে না। চবিতে ভালো গান থাকে আর তা গল্পকে এগিয়ে নিয়ে যায়। অঙ্কুশের কাছে এটাই বাংলা সেনসিবল ছবি। ‘মির্জ়া’ও এভাবেই তৈরি হয়েছে যা নতুন প্রজন্মকে ছুঁতে পারবে বলে মনে করেন তিনি।
উল্লেখ্য, সৃজিতের ‘জ়ুলফিকর’ ছবিতে অভিনয় করেছিলেন অঙ্কুশ।
আরও পড়ুন: থাকছেন না দিব্যেন্দু
অঙ্কুশের মতে যে আকারে ‘মির্জ়া’ তৈরি হয়েছে তার থেকে বড়ভাবে এ সময়ে দাঁড়িয়ে কোনও বাংলা ছবি তৈরি করা সম্ভব নয়। এই প্রসঙ্গে তিনি বলেন জিৎ ও দেবের যেসব বড় বাজেটের ছবি আছে ‘মির্জ়া’কেও সেভাবেই বানানো হয়েছে। সেন্সর বোর্ড ও নন্দন প্রেক্ষাগৃহের কমিটি ছবিটির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বলে দাবি অঙ্কুশের। এরপরেও যদি দর্শক হলে গিয়ে ছবি না দেখেন তাহলে বুঝতে হবে অন্য ভাষার ছবির প্রতি তাদের পক্ষপাতিত্ব রয়েছে। খারাপ হিন্দি সিনেমা তারা হলে গিয়ে দেখলেও ভালো বাংলা ছবি প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে তাদের অনীহা রয়েছে বলে মনে করেন তিনি।
ছবি: RBN আর্কাইভ