বয়স কমার উল্টো খেলায় নতুন সিরিজ়
RBN Web Desk: বয়স বাড়ার জ্বালা অনেক। বয়স্ক মানুষদের কেউ বিশেষ পাত্তা দিতে চায় না। এদিকে জীবনের দক্ষিণকালে এসে তাঁদের বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন হয়। তবু অনেকেই দু’-একজন কাছের মানুষকে আঁকড়ে ধরে ডাক আসার দিন গোনেন। কেমন হতো যদি হঠাৎ প্রকৃতির নিয়ম উল্টে গিয়ে এঁরা জোয়ান হয়ে যেতেন? আবার কি নতুন করে জীবনটাকে বেঁচে নিতে চাইতেন, নাকি সীমিত সময়ের জন্য এই সুযোগে তাঁদের প্রতি হওয়া অন্যায়গুলো শুধরে দিতেন? ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, রুমা গুহঠাকুরতা অভিনীত ১৯৬৭ সালের ছবি ‘আশিতে আসিও না’ আজও সমান জনপ্রিয়। অনেকটা সেই ধারণাকে মাথায় রেখেই আসছে অরুণাভ মিত্রের নতুন ওয়েব সিরিজ় ‘উলট পুরাণ’।
এই সিরিজের কেন্দ্রে রয়েছে এক বৃদ্ধ দম্পতি। বৃদ্ধজীবনে তারা নাজেহাল। একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে। তবু তারা মেয়ের ফেসবুক লাইভ করার নেশা ছাড়াতে পারেননি। এছাড়াও তাঁদের জীবনে রয়েছে এক ভূতেধরা কাজের মেয়ে। তাকে ভালোবাসে এক গোয়ালা। সেই ভূত ছাড়াতে আসে দুই ওঝা। এছাড়াও রয়েছে কয়েকজন সিরিয়ালখাদক পড়শি। ওঝার দেওয়া মন্ত্রপূত শিকড় খেয়ে হঠাৎ জোয়ান হয়ে যান বৃদ্ধ দম্পতি। তারপর লাগে ধুন্ধুমার। সব মিলিয়ে এ এক অনুপম হাসির খিচুড়ি।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
‘উলট পুরাণ’-এ অভিনয় করছেন উদয়শংকর পাল, সুচন্দ্রা চৌধুরী, উন্মেষ গঙ্গোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য, পারমিতা মুখোপাধ্যায়, দীপক হালদার, অমিত সাহা, শ্রাবন্তী ভট্টাচার্য, রূপায়ন মন্ডল, অপরাজিতা ঘোষ দাস, সুশান্ত রাহা ও তিস্তা রায়বর্মন।
শীঘ্রই উরিবাবা প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ়।