বিরল রোগে আক্রান্ত বরুণ
RBN News Desk: বিরল রোগে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা বরুণ ধবন। ‘যুগ যুগ জিও’ ছবির প্রচারের সময়ই শারীরিক অসুস্থতা অনুভব করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা নিজেই জানিয়েছেন বরুণ। আপাতাত কাজ থেকে বিরতিও নিচ্ছেন অভিনেতা।
বরুণ জানিয়েছেন যে ভেস্টিবুলার হাইপোফাংশন রোগে আক্রান্ত তিনি। ‘যুগ যুগ জিও’ প্রচারের সময় তিনি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে দিনরাত এক হয়ে গিয়েছিল। করোনা পরবর্তীকালে সকলেই ইঁদুর দৌড়ে সামিল। সে কারণেই অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। মানসিক দিক থেকেও বহু মানুষ বিপর্যস্ত বলে মনে করেন বরুণ।
আরও পড়ুন: আবারও হাসপাতালে ভরতি ঐন্দ্রিলা শর্মা
ভেস্টিবুলার হাইপোফাংশন রোগে শরীরের ভারসাম্য বজায় রাখতে সমস্যা হয়। তার মধ্যেই মারাত্মক পরিশ্রম করে ফেলেছেন বরুণ। সাংঘাতিক প্রতিযোগিতার বাজারে স্বাস্থ্যের দিকে কারও নজর নেই বলে মনে করেন অভিনেতা।