ভাবতে শুরু করেছিলাম আমি বিবাহিত, একটি মেয়েও আছে: দর্শনা
RBN Web Desk: বৈশাখের গরমে প্রাণ হাঁসফাস করলেও খুব তাড়াতাড়ি হাড়হিম হতে চলেছে বাংলার দর্শকের। আসছে গা ছমছমে ভয়ের ছবি ‘রিষ’। ছবির পরিচালক প্রীতম মুখোপাধ্যায়। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস, দর্শনা বণিক ও কিয়ানা মুখোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুমকি চট্টোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, পিয়ালী মুখোপাধ্যায়রা।
‘রিষ’ আদতে প্রতিহিংসার ছবি। কিন্তু এই প্রতিহিংসা কোনও মানুষের নয়, অশরীরীর। অতৃপ্ত আত্মা ভর করে আবির (সৌরভ) ও মন্দিরার (দর্শনা) ছোট্ট মেয়ে ফিওনার (কিয়ানা) ওপর। সেই অশুভ শক্তি শেষ করে দিতে চায় গোটা পরিবারকে। কিন্তু কেন? সেই নিয়েই ঘনীভূত হয়েছে ‘রিষ’।
আরও পড়ুন: কলকাতায় শ্যুটিং সারলেন পরেশ রাওয়াল, সত্যজিৎ রায়ের গল্প?
ছবিতে একজন মায়ের চরিত্রে রয়েছেন দর্শনা। এমন অনেক কমবয়সী অভিনেত্রী আছেন যাঁরা টাইপকাস্ট হয়ে যাওয়ার ভয়ে মায়ের চরিত্রে অভিনয় করতে চান না। সেদিক থেকে দর্শনার এমন চরিত্রে অভিনয় করতে রাজি হওয়া চ্যালেঞ্জ তো বটেই। এই প্রসঙ্গে রেডিওবাংলানেট-কে দর্শনা জানালেন, ”প্রস্তুতিতে বেশ সময় লেগেছিল। নিজেকে বিবাহিত, এমনকি আমার একটি মেয়েও আছে, ভাবতে শুরু করেছিলাম।”
তবে অল্পবয়সী কোনও শিল্পীর বয়স্ক চরিত্রে অভিনয় করা কোনও নতুন ঘটনা নয়। বিশিষ্ট অভিনেতা অনুপম খের তাঁর প্রথম ছবি ‘সারাংশ’-এ এক প্রৌঢ় পিতার চরিত্রে অভিনয় করেছিলেন মাত্র ২৯ বছর বয়সে। সেদিক থেকে কতটা কঠিন ছিল ‘রিষ’–এ অভিনয়?
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
”তেমন কিছু মনে হয়নি,” বললেন দর্শনা। “’রিষ’-এ মায়ের চরিত্রে অভিনয় করার পাশাপাশি, ‘ভয় পেও না’ ছবিতে একজন বার ডান্সারের চরিত্রে কাজ করেছি। আমরা যাঁরা অভিনয় করি, তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তুলতে হয়। এটা দর্শকও বোঝেন। তাই অসুবিধা হয় না।”
এটাই প্রীতমের প্রথম চবি। কিন্তু শুরুটা এরকম ভৌতিক মানে ভূতের ছবি দিয়ে কেন? উত্তরে প্রীতম জানালেন, ”বাংলায় ভূতের ছবি হয় না বলে শুনেছি, তাই এটাকেই আমার প্রথম ছবির বিষয় করলাম। ছবিটা শুধু ভয়ের নয়, এতে আছে ভালোবাসা, কৌতুক এবং সামাজিক বার্তাও। আশা করি বাংলার দর্শকের পছন্দ হবে।”
ছবিতে ছোট্ট কিয়ানার জন্য প্রস্থেটিক মেকআপ যথেষ্ট কঠিন ছিল বলে জানালেন প্রীতম।
প্রীতম, দর্শনা, সৌরভ ও দেবারতি
সৌরভ জানালেন, ”এর আগে হলে গিয়ে ভুতের ছবি দেখেছি। এবার ভাবলাম দর্শকদের একটু ভয় দেখাই। আর যখন শুনলাম দর্শনা মায়ের চরিত্রের জন্য রাজি হয়ে গেছে, তখন আর পিছিয়ে থাকলাম না। কিয়ানার প্রস্থেটিক মেকআপ দেখে আমাদের কষ্ট হতো। এই ক’দিনে ভালো বন্ডিং হয়ে গিয়েছিল। সেটে আমাকে বাবা বলে ডাকত।”
ছবির কাহিনী ও চিত্রনাট্য দেবারতি ভৌমিকের।
১৩ মে মুক্তি পাচ্ছে ‘রিষ’।