পুজোয় এবার ‘সোনার কেল্লা’র অপ্রকাশিত ছবি
RBN Web Desk: ক্রমশ সুস্থ হয় উঠছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ৬ অক্টোবর করোনা ভাইরাসে আক্রান্ত সৌমিত্রকে ভর্তি করা হয় মধ্য কলকাতার এক বেসরকারী হাসপাতালে। সম্পূর্ণ রোগমুক্ত না হলেও আগের থেকে তিনি অনেকটাই ভালো আছেন। আর এরই মাঝে তাঁর অভিনীত ‘সোনার কেল্লা’ নিয়ে নতুন খবর পাওয়া গেল। ১৯৭৪-এ মুক্তিপ্রাপ্ত পরিচালক সত্যজিৎ রায়ের এই ছবির বাদ পড়ে যাওয়া বেশ কিছু দৃশ্যের ছবি থাকছে এবারের পূজাবার্ষিকী সন্দেশ পত্রিকায়। সত্যজিতের পুত্র সন্দীপ রায়ের তোলা এই ছবিগুলি এর আগে কোথাও প্রকাশিত হয়নি। এই দৃশ্যগুলির ভিডিও ফুটেজ আর পাওয়া যায় না, তবে স্থিরচিত্রগুলি এখনও রয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার আগে সন্দীপ সেগুলিকে ‘সন্দেশ’এর পাতায় রেখে দিতে চান।
ছবি সম্পাদনার ব্যাপারে অত্যন্ত নির্মম ছিলেন সত্যজিৎ। এরকমই পাঁচ-ছয় মিনিটের দৃশ্য ‘সোনার কেল্লা’ থেকে বাদ পড়ে যা ছবির দৈর্ঘ্যের নিরিখে নেহাত কম নয়। সংবাদমাধ্যমকে সন্দীপ জানালেন যে তাঁদের ছবির এক সেন্টিমিটারও কাটা হলে খারাপ লাগে। কিন্তু যে দৃশ্য ছবিকে এগিয়ে নিয়ে যায় না বা তার গতিকে ব্যাহত করে, সেই সব শট বাদ দিয়ে দিতেন সত্যজিৎ। তাঁর হাতে ছবি আরো মেদহীন হয়ে উঠত। সেলুলয়েডে তোলা সেইসব বাদ পড়া দৃশ্যের নেগেটিভ কবেই হারিয়ে গেছে। সৌভাগ্যক্রমে সন্দীপের তোলা কিছু স্থিরচিত্র এখনও রয়েছে, জানালেন তিনি।
আরও পড়ুন: সমগ্র ‘আবোল তাবোল’ নিয়ে আসছেন সৌমিত্র
১৯৭৩-এ যখন ‘সোনার কেল্লা’র শুটিং হয় সন্দীপ তখন তাঁর বাবার ইউনিটের সদস্য ছিলেন। এই ছবির বাদ পড়ে যাওয়া দৃশ্যগুলির মধ্যে রয়েছে ফেলুদা ও সিধু জ্যাঠার কথোপকথন এবং রাজস্থান ভ্রমণের যাত্রাপথ নিয়ে তোপসের সঙ্গে আলোচনার একটি দৃশ্য। শেষের দৃশ্যটি খুব অভিনব উপায়ে শুট করা হয়েছিল। এছাড়া আরও একটি দৃশ্য ছিল যেখানে ফেলুদা সুধীরবাবুকে ফোনে জানায় যে সে তার ভাইকে নিয়ে রাজস্থান যেতে প্রস্তুত। এই দৃশ্যেই তোপসে প্রথম জানতে পারে যে তারা রাজস্থান যাচ্ছে। ফেলুদার মুখে এই কথা শুনে তোপসে লাফ দিয়ে একপাক ঘুরে হাততালি দিয়ে ওঠে। সত্যজিৎ পরে বলেছিলেন, ফেলু ও তোপসে যখন ট্রেনে উঠবে তখন দর্শক এমনিতেই জেনে যাবে তারা কোথায় যাচ্ছে। ফলে এই দৃশ্যটি রাখার প্রয়োজন মনে করেননি তিনি। এই দৃশ্যের স্থিরিচিত্র সন্দীপের কাছে থাকলেও তার ভিডিও ফুটেজ হারিয়ে গেছে।
‘সোনার কেল্লা’র এমনই একাধিক অপ্রকাশিত ছবি থাকছে এবারের সন্দেশ পত্রিকার পূজা সংখ্যায়।