চিত্র পরিচালক রাজা মিত্র প্রয়াত
RBN Web Desk: চলে গেলেন বিশিষ্ট চিত্র পরিচালক ও তথ্যচিত্র নির্মাতা রাজা মিত্র (Raja Mitra)। আজ ভোর তিনটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
১৯৮৮ প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার পেয়েছিলেন রাজা মিত্র। সৌমিত্র চট্টোপাধ্যায়, মুন্না চক্রবর্তী ও মাধবী মুখোপাধ্যায় অভিনীত ‘একটি জীবন’ (Ekti Jibon) ছবির জন্য সেরা প্রথম ছবির স্বর্ণকমল পুরস্কার পান তিনি। এই ছবিতে সৌমিত্রর অভিনয় তাঁর অন্যতম সেরা হিসেবে গণ্য করা হয়ে থাকে। পরিচালনা করেছিলেন ‘নয়নতারা’ ও ‘বেহুলা’র মতো ছবিও।
এছাড়াও ৩০টির বেশি তথ্যচিত্র পরিচালনা করেছিলেন রাজা। তালিকায় রয়েছে ‘নাচনি’, ‘স্ক্রোল পেইন্টার্স অফ বীরভূম’ ও ‘জীবন পটুয়া’র মতো তথ্যচিত্র।
আরও পড়ুন: বাজিকা ভাষায় প্রথম ছবি, সেরা পরিচালকের পুরস্কার পেলেন আরিয়ান
নভেম্বরে রাজার ফুসফুসে শেষ পর্যায়ের ক্যান্সার ধরা পড়ে বলে জানায় তার ছেলে রৌদ্র মিত্র। ব্রেন টিউমারেও আক্রান্ত হন তিনি।