বাদ পড়লেন তৃণা
RBN Web Desk: ‘মাতঙ্গী’ ওয়েব সিরিজ় থেকে বাদ পড়লেন তৃণা সাহা। সম্প্রতি এই সিরিজ়ের শ্যুটিংয়ের সময় বিবাদে জড়িয়ে পড়েন তৃণা ও অভিনেত্রী সোহিনী সরকার। সেই বিবাদের জেরে শ্যুটিং ফ্লোর ছেড়ে চলে যান তৃণা। সূত্রের খবর, নির্মাতাদের তরফ থেকে সোহিনীকে দেওয়া কিছু বিশেষ সুযোগ-সুবিধা তৃণাও দাবি করেন। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত। ২৭ জুলাই থেকে ‘মাতঙ্গী’র শ্যুটিং বন্ধ।
শোনা যাচ্ছে, তৃণার ব্যবহারে ক্ষুব্ধ নির্মাতারা তাঁকে ছাড়াই কাজ এগিয়ে নিয়ে যেতে চাইছেন । শ্যুটিং বন্ধ থাকার ফলে প্রতিদিন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাঁরা। তৃণা নাকি ঝামেলা মিটিয়ে নিতে চাইলেও প্রযোজনা সংস্থা রাজি হয়নি। তৃণার পরিবর্তে তাঁরা রোশনি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: পরমব্রতর পরিচালনায় ঋত্বিক?
সৌমিক চট্টোপাধ্যায় ও দীপাঞ্জন সুরঞ্জনা চন্দ পরিচালিত এই সিরিজ়ে তৃণা ও সোহিনী ছাড়াও অমৃতা চট্টোপাধ্যায় ও আভেরী সিংহ রায়ের চার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার কথা ছিল। ডেট নিয়ে সমস্যা হওয়ার কারণে অমৃতা ও আভেরী আগেই সরে আসেন। তাঁদের পরিবর্তে আসেন দেবশ্রী গঙ্গোপাধ্যায় ও রণিতা দাস।
ছবি: ফেসবুক