অনিন্দ্যর ছবিতে তিন নবাগত ও বম্বেখ্যাত ‘খগেন’
কলকাতা: ইতিহাস সাক্ষী, মানুষের সঙ্গে কুকুরের সম্পর্ক সেই আদিমকাল থেকে। একটু ভালোবাসা পেলেই পায়ে-পায়ে ঘুরে বেড়ানো ওদের স্বভাব। ভালোবাসার মানুষ যত রাতেই বাড়ি ফিরুক না কেন, দরজা আগলে রাখে তার বাড়ির পোষ্যটি। কিংবা রাস্তার কালু-ভুলু, তারাও অন্ধকার রাস্তার শেষ অবধি সঙ্গ দেয়। বদলে চায় না কিচ্ছু। মানুষে-মানুষে সম্পর্কেরও তো কিছু চাহিদা থাকে। কিন্তু ওদের কোনো দাবি নেই। ওদের ভালোবাসা শর্তহীন। অথচ এমন সম্পর্কের কোনও নাম নেই। প্রশ্ন উঠতেই পারে, দুটি মানুষের মধ্যে যদি প্রেম হতে পারে তাহলে কুকুর আর মানুষের মধ্যে ‘প্রেম টেম’ হবে না কেন?
এমন একটি অভিনব বিষয় নিয়েই অনিন্দ্য চট্টোপাধ্যায় পরিচালনা করেছেন তাঁর নতুন ছবি ‘প্রেম টেম’। ছবির মুখ্য চরিত্র রয়েছেন সৌম্য মুখোপাধ্যায়, শ্বেতা মিশ্র এবং সুস্মিতা চট্টোপাধ্যায়। গতকাল শহরে সাংবাদিকদের মুখোমুখি হলেন তাঁরা।
আপাতদৃষ্টিতে ‘প্রেম টেম’ কলেজ পড়ুয়া আরশি, পাবলো আর রাজির পরিণত হয়ে ওঠা, বন্ধুত্ব, ভালোবাসা আর মান-অভিমান মেশানো প্রেমের গল্প। তবে গল্পের আসল নায়ক এখানে বম্বেখ্যাত সারমেয় ‘খগেন’ যার কর্মকাণ্ডের উপর ভিত্তি করেই এগোবে ছবির কাহিনী।
আরও পড়ুন: জটায়ুর সাহস
নব্বইয়ের দশকের মাধ্যমিক পেরনো বাধ্য ছেলেমেয়েদের পর একুশ শতকের কলেজ পড়ুয়া, লিভ-ইনে বিশ্বাসী রাজি, নিজের নামের মতোই স্বচ্ছ আরশি, আপাদমস্তক ক্যাবলা পাবলো এবং সঙ্গে তাদের বন্ধু খগেন এই হলো অনিন্দ্যর গবেষণার বিষয়।
তাহলে কি ‘প্রেম টেম’ চতুষ্কোণ প্রেমের গল্প? “মানুষের মধ্যে সম্পর্কে যে চাওয়া-পাওয়ার জায়গাটা থাকে, সেটা কোনও পোষ্যের সঙ্গে থাকে না। ছবির মূল বক্তব্য সেটাই। বছর দুই আগে একটি পত্রিকাতে আমার লেখা উপন্যাস ‘বকলস’ প্রকাশিত হয়, যার উপর ভিত্তি করেই এই ছবিটা তৈরি করেছি,” জানালেন অনিন্দ্য। তবে ছবির বিষয়বস্তু সম্পর্কে দর্শক যাতে আগে থেকেই ধারণা করে না ফেলেন, তাই পরিচালকের ইচ্ছেতেই ছবির নামে একটু অদলবদল করা হয়েছে।
“বকলস কথাটা শুনলেই প্রথমে কুকুরের কথা মাথায় আসে। সেটা স্বতঃস্ফূর্তভাবে আসুক চাইনি। তাই ছবির নামকরণে পরিবর্তন আনা হয়েছে” বললেন অনিন্দ্য।
ছবির জগতে একেবারে আনকোরা সৌম্য, সুস্মিতা ও শ্বেতা পরিচালকের কাছে কৃতজ্ঞ। প্রথম ছবি নিয়ে স্বাভাবিকভাবেই তিনজনেই ভীষণ উত্তেজিত।
সপ্তাহখানেক আগে মুক্তি পেয়েছে অনিন্দ্যর গাওয়া ‘প্রেম টেম’-এর ‘তোমারি তো কাছে’ গানটি, যা ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। গানটির গীতিকার ও সুরকার প্রসেনজিত মুখোপাধ্যায়। অভিযোগের সুরে প্রসেন জানালেন, “অনিন্দ্যদার সব ছবির সঙ্গে যেভাবে আমি যুক্ত থাকি, এটাতে ততটা নেই। বছর দুই আগে গানটা লেখার পরই আমার মনে হয়েছিল এটা অনিন্দ্যদার জন্য। তবে ছবিতে ব্যবহার করা হবে কিনা তা নিয়ে কোনও নিশ্চয়তা ছিল না।”
প্রসেন ছাড়াও ছবির সঙ্গীত পরিচালনা করেছেন শান্তনু মৈত্র, অনুপম রায় ও শিবব্রত বিশ্বাস। ছবি সম্পাদনার দায়িত্ব সামলেছেন অর্ঘ্যকমল মিত্র, সিনেমাটোগ্রাফি শুভঙ্কর ভড়ের।
পুরো ছবির শ্যুটিং হয়েছে চন্দননগর, চুঁচুড়া, ব্যান্ডেল ও শ্রীরামপুরে। ভাস্কো-দা-গামার দেখানো পথ ধরে ‘প্রেম-টেম’ শর্তহীন ভালোবাসার সীমা পেরিয়ে যেতে পারে কিনা এখন সেটাই দেখার।
১২ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘প্রেম-টেম’।