বন্ধ হচ্ছে না পে চ্যানেল সম্প্রচার, জানিয়ে দিল ট্রাই
RBN Web Desk: এ মাসের ২৯ তারিখ থেকে বদলে যাওয়ার কথা কেবল টিভিতে পে চ্যানেল বাছাই করার পদ্ধতি। প্রত্যেক গ্রাহককে ওই দিন রাত ১২টার মধ্যে তাঁদের পছন্দের তালিকার কথা জানাতে হবে কেবল অপারেটরকে। অন্যথায় ৩০ ডিসেম্বর থেকে প্রিয় চ্যানেলগুলি আর দেখতে পাবেন না তাঁরা।
গত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন মহলে এরকমই প্রচার চললেও, পে চ্যানেল সম্প্রচার বন্ধ হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)। টেলিকম খাতে ভারতের সর্বোচ্চ নিয়ামক সংস্থা কাল এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দিল, প্রচার যাই হোক না কেন, এই মুহূর্তে দর্শকরা টিভিতে যে চ্যানেলগুলি দেখতে পাচ্ছেন, ২৯ ডিসেম্বরের পরেও সেই সবকটিই দেখতে পাবেন। যে পে চ্যানেল যেমন সম্প্রচার হচ্ছে, ঠিক তেমনই দেখানো হবে, জানিয়েছে ট্রাই।
ফের অসুস্থ, এবার নিজেই সাহায্যের আবেদন করলেন বাংলার হেলেন
তবে পে চ্যানেল দেখার নতুন প্রক্রিয়া এখনই কার্যকর করা না হলেও, শীঘ্রই তা পর্যায়ক্রমে করা হবে বলে জানিয়েছে ট্রাই। এ ব্যপারে বিস্তৃত পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে টেলিকম নিয়ামক সংস্থা। প্রতিটি গ্রাহকই যাতে তাঁদের পছন্দের চ্যানেল বেছে নিতে পারেন, সেই দিকেই এগোচ্ছে ট্রাই।