এবার উলট পুরাণ, ফিরছে ‘মহাভারত’
RBN Web Desk: সালটা ১৯৮৮। দূরদর্শনে শুরু হলো বি আর চোপড়া পরিচালিত ‘মহাভারত’-এর সম্প্রচার। প্রায় দুবছর ধরে চলা এই ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন গজেন্দ্র চৌহান, প্রবীণ কুমার, রূপা গঙ্গোপাধ্যায়, মুকেশ খান্না, পুনিত ইসার, পঙ্কজ ধীর, নীতিশ ভরদ্বাজ ও অন্যান্যরা। কয়েকটি পর্বে অভিনয় করেছিলেন রাজ বব্বর, দেবশ্রী রায়ের মত শিল্পীরাও।
ধীরে-ধীরে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল এই ধারাবাহিক। কোনও এক রবিবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ যোগাযোগ না থাকায় ‘মহাভারত’ দেখতে না পেয়ে, সেখানকার বাসিন্দারা স্থানীয় বিদ্যুৎ পর্ষদ অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন বলেও শোনা যায়।
আরও পড়ুন: ছড়িয়ে পড়া বারুদের গন্ধ
একটি ধারাবাহিককে ঘিরে এই পর্যায়ের উন্মাদনা, আজকের স্মার্টফোনভিত্তিক বিনোদন দুনিয়ায় কল্পনা করা হয়ত সম্ভব নয়। করোনা ভাইরাসের প্রকোপে বর্তমানে গোটা দেশে চলছে লকডাউন। তাই এই সময়ে ‘মহাভারত’ ধারাবাহিকটি পুনঃসম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে দূরদর্শন কর্তৃপক্ষ। তবে এবার পরিস্থিতি উলট পুরাণ বলাই যায়। একটা সময়ে যে ধারাবাহিকের সম্প্রচার প্রতি সপ্তাহে এক ঘন্টার জন্য ঘরবন্দী করে রাখত গোটা দেশকে, সেই ধারাবাহিকই এবার ঘরবন্দী মানুষের বিনোদনের জন্য ফিরছে টিভির পর্দায়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেদকর গতকাল এক টুইটে জানিয়েছেন যে আজ থেকে প্রতিদিন দুপুর ১২টা ও সন্ধ্যা ৭টায় সম্প্রচারিত হবে ‘মহাভারত’।