ফের অসুস্থ, এবার নিজেই সাহায্যের আবেদন করলেন বাংলার হেলেন
RBN Web Desk: ফের অসুস্থ মিস শেফালী। এবার নিজেই আর্থিক সাহায্যের আবেদন করলেন সোশাল মিডিয়ায় এক পোস্টে।
এর আগে এপ্রিলে দক্ষিণ কলকাতার এক বেসরকারী হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন আরতি দাস, ওরফে মিস শেফালী। ৭৮ বছর বয়সী এই নর্তকীর বর্তমান ঠিকানা যশোর রোডের একটি এক কামরার ফ্ল্যাট। একাকীত্ব আর চরম অর্থাভাব তাঁর নিত্যসঙ্গী।
খেল দিখা সকোগে না?
সত্তরের দশকে কলকাতার সাড়া জাগানো এই ক্যাবারে নর্তকী কাজ করেছেন বহু সফল বাংলা নাটকে, যার মধ্যে আসামী হাজির, সম্রাট ও সুন্দরী, সাহেব বিবি গোলাম, ও অশ্লীল অন্যতম। পরিচালক সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দী ছবিতেও অভিনয় করেছেন মিস শেফালী। একসময় বাংলার হেলেন নামে ডাকা হত তাকে।
আর্থিক সাহায্যের আবেদনে একটি ব্যাঙ্ক আ্যাকাউন্ট নম্বর উল্লেখ করেছেন মিস শেফালী। নগদ অর্থ তাঁর হাতে তুলে না দিয়ে, সরাসরি সেই আ্যাকাউন্টেই জমা দেওয়ার অনুরোধ করেছেন তিনি।