ফিরছে ভারত-পাক বিশ্বকাপ ক্রিকেটের সম্পূর্ণ স্মৃতি
RBN Web Desk: প্রথম সাক্ষাৎ সিডনি, ৪ মার্চ ১৯৯২। সচিন তেন্ডুলকরের ৬২ বলে ৫৪ রানে ভর করে পাকিস্তানকে ৪৩ রানে হারিয়েছিল ভারত। তবে ভারত বনাম পাকিস্তানের সেই খেলা সম্ভবত আরও স্মরণীয় হয়ে আছে উইকেটরক্ষক কিরণ মোরের অনুকরণে জাভেদ মিঁয়াদাদের বিখ্যাত ‘জাম্পিং জাভেদ’ নাচের জন্য।
ভারত-পাক বিশ্বকাপ ক্রিকেটের সেই নস্ট্যালজিয়াই এবার ফিরতে চলেছে টেলিভিশনের পর্দায়। ১৯৯২ থেকে ২০১৯ পর্যন্ত একদিনের বিশ্বকাপ ক্রিকেটে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত প্রত্যেকটি খেলার সম্পূর্ণ পুনঃসম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে স্টার স্পোর্টস কর্তৃপক্ষ। ৪ থেকে ১০ এপ্রিল দেখা যাবে খেলাগুলি।
আরও পড়ুন: ছবি পুনঃমুক্তি নির্বিঘ্নেই, আশাবাদী ইন্দ্রাশিস
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের জেরে বর্তমানে সব খেলাই বন্ধ। পিছিয়ে দেওয়া হয়েছে এ বছরের টোকিও অলিম্পিকস। বন্ধ সমস্ত সিনেমা, ধারাবাহিকের শুটিংও। তাই বেশিরভাগ চ্যানেলকেই স্মৃতির ঝাঁপিতে ডুব দিতে হচ্ছে। সম্প্রতি দূরদর্শনে শুরু হয়েছে একসময় তুমুল জনপ্রিয় ‘রামায়ণ’ ও ‘মহাভারত’-এর পুনঃসম্প্রচার।