ভক্তের স্তুতি ফেরালেন টোটা

RBN Web Desk: সত্যজিৎ রায়ের সৃষ্টি গোয়েন্দা ফেলুদার ভূমিকায় তাঁকে দেখা গেলেও, এই চরিত্রে অভিনয় করা আগের দুই অভিনেতার সঙ্গে তুলনায় যেতে রাজি নন অভিনেতা টোটা রায়চৌধুরী। বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় চরিত্র প্রদোষচন্দ্র মিত্র ওরফে ফেলুদার ভূমিকায় এর আগে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও সব্যসাচী চক্রবর্তী।

সত্যজিৎ পরিচালিত দুটি ছবিতে ফেলুদা হিসেবে অভিনয় করেন সৌমিত্র। এরপর সন্দীপ রায় পরিচালনার দায়িত্বে এসে এই চরিত্রের জন্য বেছে নেন সব্যসাচীকে। এখনও পর্যন্ত সবথেকে বেশি ছবিতে ফেলুদার চরিত্রে অভিনয় করার কৃতিত্বও সব্যসাচীর।

আরও পড়ুন: গার্হস্থ্য হিংসার শিকার, তবুও ঔজ্জ্বল্যে অম্লান

গতবছর পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘ফেলুদা ফেরত’ ওয়েব সিরিজ়ের নামভূমিকায় অভিনয় করেন টোটা এবং আবির্ভাবেই দর্শকের মন জয় করে নেন তিনি। অনেকেই তাঁকে সত্যজিতের বইয়ের ছবি থেকে উঠে আসা ফেলুদা বলে মনে করছেন। তেমনই এক ভক্ত গতকাল টুইট করে লেখেন যে ফেলুদা অলঙ্ককরণের সবথেকে কাছাকাছি এখনও পর্যন্ত টোটাকেই তাঁর মানানসই লেগেছে। তাঁর ধারণা সত্যজিৎ বেঁচে থাকলে তিনিও টোটাকেই ফেলুদা চরিত্রের জন্য বেছে নিতেন। 




এই টুইটের উত্তরেই টোটা বলনে, এসব কথা যেন কেউ না লেখেন। সৌমিত্র ও সব্যসাচীকে দেখে তিনিও অভিনয় শিখেছেন। ওঁদের আদর্শে তিনি অনুপ্রাণিত। এ জীবনে তিনি ওঁদের কাছাকাছি পৌঁছতে পারবেন না বলেই মনে করেন তিনি। 

ছবি: গার্গী মজুমদার



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *