আরও একবার ‘দত্তা’য় সাহেব, এবার বিলাস
RBN Web Desk: আরও একবার ‘দত্তা’য় অভিনয় করতে চলেছেন সাহেব চট্টোপাধ্যায়। পরিচালক নির্মল চক্রবর্তীর ছবি ‘দত্তা’তে বিলাসবিহারীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। প্রথম প্রকাশের এক শতক পর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই জনপ্রিয় উপন্যাস আবার আসতে চলেছে বড় পর্দায়। এর আগে এই উপন্যাস অবলম্বনে ১৯৫১ ও ১৯৭৬-এ দুটি ছবি হয়েছিল।
এই ছবিতে বিজয়ার ভূমিকায় অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। নরেনের চরিত্রে দেখা যাবে জয় সেনগুপ্তকে। বিলাসের চরিত্রে অভিনয় করার কথা ছিল বাংলাদেশের অভিনেতা ফিরদৌস আহমেদের। সেইমতো কিছুটা কাজও এগিয়েছিল। কিন্তু এ দেশের নির্বাচন সংক্রান্ত বিধি উপেক্ষা করে বিদেশমন্ত্রকের কোপের মুখে পড়েন ফিরদৌস। ভিসার জটিলতায় তাঁর এ দেশে আসা অনিশ্চিত হয়ে পড়ে। প্রায় ছ’মাস অপেক্ষা করার পরে সেই চরিত্রে সাহেবকে নেন পরিচালক।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
রেডিওবাংলানেট-কে সাহেব জানালেন, “নভেম্বরে ছবির লুক সেট হবে। আমার এখনকার লুকটা হয়তো তখন কিছুটা পাল্টাবে। আসলে ঋতুপর্ণা আমার খুব কাছের বন্ধু। তাই ও বলার পরে এই ছবিতে কাজ করা নিয়ে দ্বিতীয়বার ভাবিনি। তাছাড়া ‘দত্তা’ উপন্যাসটা আমার এত প্রিয় যে আমি নিজেও কাজটা নিয়ে খুব এক্সাইটেড।”
পরিচালকের সঙ্গে সাহেবের এটাই প্রথম কাজ। তবে আগেও ‘দত্তা’তে অভিনয় করেছেন তিনি। “আমি অভিনয় শুরু করি ২০০২ সালে। তখন তো দূরদর্শনেই বেশি কাজ হতো। সেইসময় টেলিফিল্মের জন্য ওরা স্লট দিত। তখন উর্মি চক্রবর্তী ‘দত্তা’ নিয়ে টেলিফিল্ম করেছিলেন। সেখানে আমি নরেনের ভূমিকায় অভিনয় করেছিলাম, বিজয়া করেছিল অনুশ্রী দাস। সেখানে আমার গলায় একটা গানও ছিল। আর এবারে বিলাস করছি। তাই দুরকম চরিত্রে কাজ করার অভিজ্ঞতাটা বেশ অন্যরকম লাগছে,” জানালেন সাহেব।
আরও পড়ুন: সিনেমার মতোই ছিল যে জীবন
গায়ক হিসেবে ইন্ডাস্ট্রিতে যথেষ্ট নাম আছে সাহেবের। এই ছবিতেও কি গান গাইবেন তিনি? “নির্মলদা বলেছিলেন আমাকে দুটো ভূমিকায় প্রয়োজন হবে ওনার। একটা তো বিলাসের ভূমিকায় আর দুই গানের জন্য। তবে গানটা যেহেতু নরেনের লিপে থাকবে, তাই সেখানে আমার গলায় গেলে মানাবে না। কেন না বিলাসের ভূমিকায় আমার গলা তো দর্শক শুনবেই। ব্যাপারটা বেমানান হয়ে যাবে। তাই ওটা হয়তো বাদ যাবে।”
যেহেতু সাহেব একসময় নরেনের চরিত্রে অভিনয় করেছেন তাই উপন্যাসটা খুব ভালোভাবেই পড়া আছে বলে জানালেন তিনি। “এর জন্য আলাদা করে কোনও পড়াশোনা করার প্রয়োজন নেই। তাছাড়া বিলাসের চরিত্রের গ্রাফ সম্পর্কেও আমি অবহিত,” জানালেন সাহেব।
আগামী মাস থেকেই শুটিং শুরু হবে ‘দত্তা’র।