গরমের ছুটিতে ইচ্ছাপূরণের পথ্য হয়ে আসছে ‘টনিক’

কলকাতা: বসন্ত পঞ্চমীর প্রাকসন্ধ্যায় হঠাৎই শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। একটি বিয়ের কার্ডের ছবি পোস্ট করেছিলেন অভিনেতা দেব। একে তো তখন বিয়ের মরশুম, তার মধ্যে দেবের এই পোস্ট স্বভাবতই আলোড়ন তোলে। নেটিজ়েনদের মনে প্রশ্ন জাগে, তাহলে কী এবার সাত পাকে বাঁধা পড়ার প্রস্তুতি নিচ্ছেন দেব?

আসলে এসবটাই ছিল পরিচালক অভিজিৎ সেনের আসন্ন ছবি ‘টনিক’কে ঘিরে, যার প্রথম পোস্টার প্রকাশিত হল গতকাল। সেই সূত্রে শহরে এক অনুষ্ঠানে অভিজিৎ ও দেব ছাড়াও উপস্থিত ছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, তনুশ্রী চক্রবর্তী, নীল মুখোপাধ্যায় ও কনিনীকা বন্দ্যোপাধ্যায় সহ এই ছবির সঙ্গে যুক্ত অন্যান্য কলাকুশলীরা।

“জানি, আমার পোস্টটা সবাইকে বেশ চিন্তায় ফেলে দিয়েছিল,” বললেন দেব। “আসলে এটা কার বিয়ে বা বিয়ের কার্ডের পিছনের আসল রহস্য সবটাই আমাদের ছবি ‘টনিক’কে কেন্দ্র করে।”

ছবির গল্প নিয়ে এখনই সবাই মুখ খুলতে নারাজ। সম্পূর্ণ মজার মোড়কে এই ছবি পরিচালনা করেছেন অভিজিৎ। এর আগে মুম্বইতে পরিচালক রাজু হিরানীর সহযোগী হিসেবে কাজ করেছেন অভিজিৎ। “একটি পরিবারের কাহিনী নিয়ে এই ছবি। সেখানে বাবা-ছেলের সম্পর্কের গল্পও থাকবে। ‘টনিক’ আদ্যোপান্ত ইচ্ছাপূরণের গল্প, এটুকু বলতে পারি। প্রতিটি মানুষের জীবনেই একাধিক ইচ্ছে থাকে। তবে এই ছবিতে একজন আরেকজনের ইচ্ছেপূরণ করছে তা কিন্তু নয়। ছবির চরিত্ররা তাদের ইচ্ছেপূরণের দিকে নিজেরা কীভাবে এগোচ্ছে সেটাই দেখার।”

আরও পড়ুন: বিশিষ্টজনের স্মৃতিচারণে জেগে রইলেন নবনীতা

ছোটবেলায় জ্বর হলেই বাবা-মায়ের একমাত্র পথ্য ছিল টনিক। বিকট স্বাদের টনিক খেতে কষ্ট হলেও তার ফল ছিল মারাত্মক। এক আধ ছিপি টনিকের ডোজ়ে শরীর একেবারে চাঙ্গা। “আমাদের ‘টনিক’ও সেরকমই। এই ‘টনিক’কে শ্রবণেন্দ্রীয় এবং দর্শনেন্দ্রীয় দিয়ে উপভোগ করলে তবেই নিজের মনের অনুভূতির দরজায় ধাক্কা দেবে,” জানালেন এই ছবির মুখ্য অভিনেতা পরাণ।

ছবিতে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে তনুশ্রীকে। একজন ট্রাভেল এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে

মাতৃত্বকালীন অবসর কাটিয়ে প্রায় দেড় বছর পর কাজে ফিরলেন কনিনীকা। “এই ছবি তো আমার জীবনে কাজ করার টনিক,” বললেন তিনি। “ভীষণ ভালো একটা সম্পর্কের ছবি তৈরী করেছে অভিজিৎ । সম্পর্কের উত্থান পতনের মাঝেই টনিক কিভাবে জীবনে পজ়িটিভিটি আনবে সেটাই দেখব আমরা।”

ইচ্ছাপূরণের পথ্য

পোস্টার দেখেই বোঝা যাচ্ছে অ্যাডভেঞ্চার স্পোর্টও থাকবে ছবিতে। সেই সংক্রান্ত শুটিং করতে টিম ‘টনিক’ পাড়ি দিয়েছে দার্জিলিং, ডেলো, কালিম্পং ও উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে। “ছবির সবকটা স্টান্টই পরাণদা, আমরা নিজেরাই করেছি,” জানালেন দেব।

ছবির সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়।

৮ মে মুক্তি পেতে চলেছে ইচ্ছাপূরণের পথ্য ‘টনিক’।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *