বেনারস যাওয়া পিছোলেন দীপঙ্কর-দোলন
RBN Web Desk: কিছুদিন আগেই মালাবদল করে আনুষ্ঠানিক বিবাহপর্ব সম্পন্ন করেছেন দীপঙ্কর দে ও দোলন রায়। ঠিক ছিল তারপর বেনারস ও দিল্লী ঘুরতে যাবেন দুজনে। সেই মতো কাজ থেকে কয়েকদিনের ছুটিও নিয়ে রেখেছিলেন দীপঙ্কর-দোলন। কিন্তু আপাতত বেনারস যাওয়া পিছিয়ে দিয়েছেন তাঁরা।
সংবাদমাধ্যমকে দোলন জানিয়েছন, দীপঙ্কর এখনও পুরোপুরি সুস্থ নন। বিয়ের পরদিন অর্থাৎ ১৭ জানুয়ারি সকালে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে সল্টলেকের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। ২০ জানুয়ারি বাড়ি ফেরেন তিনি। তারপর থেকে বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন ৭৫ বছর বয়সী এই অভিনেতা। আগের থেকে অনেকটা সুস্থ হলেও এখনও তিনি সম্পূর্ণ চিন্তামুক্ত নন। জুন-জুলাই নাগাদ তাই বেনারস-দিল্লী যাওয়ার চিন্তাভাবনা করছেন তাঁরা, জানিয়েছেন দোলন।
আরও পড়ুন: একেবারে ব্যতিক্রমী বিষয়, তবুও কিছু খটকা রয়েই গেল
‘কলের বউ’ শেষ হওয়ার পর এখন একটি মাত্র ধারাবাহিকে—‘কনক কাঁকন’—অভিনয় করছেন দীপঙ্কর। তাই বিশ্রামের সময়ও বেশি পাচ্ছেন। তবে ব্যস্ত দোলনের টেলিভিশন থেকে আশু বিরতি পাওয়ার কোনও সম্ভাবনা নেই।
ছবি: টলি টাইম