আসছে নতুন ভক্তিমূলক ধারাবাহিক
RBN Web Desk: শেষ হতে চলেছে জগৎজননী মা সারদা ধারাবাহিকটি। আর এরই জায়গায় শুরু হবে নতুন ভক্তিমূলক ধারাবাহিক শ্রী গুরুবে নমহ। সম্প্রতি শ্যুটিং শুরু হয়েছে নতুন এই ধারাবাহিকটির।
শ্রী গুরুবে নমহ-এর প্রথম পর্বে দেখা যাবে সাধক রামপ্রসাদের গল্প। রামপ্রসাদের চরিত্রে অভিনয় করছেন সৌগত সরকার। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন কুশল চক্রবর্তী, সঙ্গীতা ভট্টাচার্য, চৈতালি দত্ত বর্মণ, চন্দ্রানী মুখোপাধ্যায়, শ্রেয়ানস চৌধুরী, মৃণাল মুখোপাধ্যায়, রূপসা ভট্টাচার্য, দেবাশীষ রায়চৌধুরী, স্বাগতা বসু, অভিজিৎ গুহ ও গৌরীশংকর পান্ডা।
‘স্যাটা বোস এখন আর শুধুমাত্র বাঙালির সম্পত্তি নয়, আমার তো নয়ই’
সংবাদমাধ্যমকে সৌগত জানালেন, রামপ্রসাদ একদম আলাদা একজন মানুষ ছিলেন কারণ তিনি কোনওদিনই নিজেকে গুরু বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করেননি। গানের মাধ্যমেই সাধারন মানুষের জীবনের কথা বলে গেছেন। তাঁর জীবনের অনেক জানা-অজানা গল্প জানা যাবে এই ধারাবাহিকে, বললেন এই অভিনেতা।
সঙ্গীতা রয়েছেন রামপ্রসাদের মায়ের চরিত্রে। তিনি বললেন, রামপ্রসাদের সাথে তাঁর মায়ের এক গভীর আত্মিক যোগাযোগ ছিল। সেটাও দেখানো হবে এই ধারাবাহিকে।
শীঘ্রই শুরু হবে নতুন এই ধারাবাহিকের সম্প্রচার।