তাঁকে না জানিয়েই সিদ্ধান্ত, সরে দাঁড়ালেন অপর্ণা
RBN Web Desk: আসন্ন কলকাতা চলচ্চিত্র উৎসবের উপদেষ্টা কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন পরিচালক অপর্ণা সেন। ৯ আগস্ট পশ্চিমবঙ্গ সরকার একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানায় যে অপর্ণা ছাড়াও এই কমিটিতে থাকবেন মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, সন্দীপ রায়, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় এবং অরিন্দম শীল। পরিচালক রাজ চক্রবর্তীকে এই কমিটির মুখ্য উপদেষ্টা করা হয়।
অপর্ণার অভিযোগ, উপদেষ্টা কমিটিতে তাঁর অন্তর্ভুক্তিকরণ চরম আপত্তিকর। কমিটির পক্ষ থেকে অপর্ণাকে না জানিয়েই তাঁর নাম সেখানে রাখা হয়েছে, এমনটাই দাবী করেন তিনি। মুখ্য উপদেষ্টা হওয়ার সবরকম যোগ্যতা থাকা সত্বেও তাঁকে সেই পদে নির্বাচিত করা হয়নি। তবে তিনি এও জানান যে ব্যস্ততার কারণে তিনি এই কমিটিতে সময় দিতে পারবেন না এবং তাঁর সরে দাঁড়ানোর পেছনে কোনও রাজনৈতিক কারণ নেই।
আরও পড়ুন: এবার মার্কিন মুলুকে দৃষ্টিহীন চিত্রকরের কাহিনী
এর আগে এই কমিটির মুখ্য উপদেষ্টা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও ব্যস্ততার কারণ দেখিয়ে কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন।