বড়পর্দায় খুলছে বানতলা কাণ্ডের ফাইল

কলকাতা: ১৯৯০ সালের ৩০ মে। গোসাবা থেকে ফিরছিল তিন মহিলা স্বাস্থ্য আধিকারিকের একটি দল। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের কাছে বানতলায় গাড়ি পৌঁছনো মাত্র কয়েকজন অজ্ঞাতপরিচয় লোক তাদের ঘিরে ধরে। ড্রাইভারকে টেনে নামিয়ে তার ওপর অকথ্য অত্যাচার করা হয়। পরে গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। এরপর তিন স্বাস্থ্যকর্মীকে ধানক্ষেতে নিয়ে গিয়ে চলে গণধর্ষণ। বাংলাকে স্তব্ধ করে দিয়েছিল এই নৃশংস ঘটনা। সে সময় প্রতিদিন সকালের সংবাদপত্র ভর্তি থাকতো এই সংক্রান্ত খবরে। এ রাজ্যের ইতিহাসে অন্যতম ঘৃণ্য এই অধ্যায়কে নিয়ে পরিচালক কিংশুক দে তৈরি করেছেন তাঁর আগামী ছবি ‘দ্য রেড ফাইলস’। অভিনয়ে থাকছেন মুমতাজ সরকার, বিদীপ্তা চক্রবর্তী, কিঞ্জল নন্দ, তানিকশা রায়, অভিরূপ চৌধুরী, শ্যামল চক্রবর্তী, সৌমেন্দ্র ভট্টাচার্য, সুব্রত নন্দী, বিক্রমজিত মুখোপাধ্যায়, জুঁই সরকার, সঞ্জীব ঘোষ ও দীপক হালদার। গতকাল প্রকাশিত হলো ‘দ্য রেড ফাইলস’-এর পোস্টার। উপস্থিত ছিলেন ছবির শিল্পী ও কলাকুশলীরা। 

“আমি এক আইনজীবীর চরিত্রে অভিনয় করছি,” রেডিওবাংলানেট-কে বললেন বিদিপ্তা, “ছবিতে কুখ্যাত বানতলা কাণ্ডের সঙ্গে ২০২২-এরও কিছু যোগ থাকবে। আমি এখানে ধর্ষকদের পক্ষের আইনজীবী। কাজেই চরিত্রটা করতে গিয়ে এমন কিছু কথা আমাকে বলতে হয়েছে যা আমি বিশ্বাস করি না, যা বলব বলে কল্পনাও করতে পারি না। যেহেতু অভিনয় আমার পেশা, তাই নিজের কাজটা তো ঠিক করে করতেই হবে। তবে এই চরিত্রটা করতে গিয়ে মানুষ বিদীপ্তার সঙ্গে অভিনেতা বিদীপ্তাকে অনেক লড়াই করতে হয়েছে।”

আরও পড়ুন: গার্হস্থ্য হিংসার শিকার, তবুও ঔজ্জ্বল্যে অম্লান

ছবিতে মুমতাজ রয়েছেন এক আইপিএস অফিসারের ভূমিকায়। তিনি জানালেন, “আমার চরিত্রটা বেশ রাফ অ্যান্ড  টাফ। সে পুরনো কেসটাকে রিওপেন করে। কেন সেই সময় তদন্ত চলতে-চলতে বন্ধ হয়ে যায়, আবার সেই মামলাকে নতুন করে চালু করে আদৌ কি কোনও লাভ হবে, এইসব উত্তর রয়েছে ছবির মধ্যে। তবে শুধু পুলিশ অফিসার নয়, একজন মহিলা হিসেবেও সে মানসিকভাবে এই কেসের সঙ্গে জড়িয়ে পড়ে।”

যেহেতু পুলিশ অফিসারের চরিত্র, তাই ছবিতে তাঁর অনেকগুলো অ্যাকশন দৃশ্য আছে বলে জানালেন মুমতাজ। 

আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি

ছবির বিষয় সম্পর্কে কিংশুক জানালেন, ” এটা কোনও বিশেষ দলের পক্ষে ছবি নয়। এখানে আমি যেভাবে ১৯৯০ দেখিয়েছি, সেভাবেই ২০২২ ও আছে। ধর্ষণ এমন একটা সামাজিক ব্যাধি যা সেই মহাভারতের যুগ থেকে হয়ে আসছে। সে যুগেও যেমন হতো এখনও তাই হয়। মোমবাতি হাতে হাঁটা আর মিডিয়ার সামনে বক্তব্য রাখা ছাড়া আমরা আর কী করতে পেরেছি এতদিনে? কাজেই এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয়কে নানাভাবে আমাদের বলে যেতে হবে।”

ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন সৌম্য ঋত, গান গেয়েছেন নচিকেতা চক্রবর্তী ও লগ্নজিতা চক্রবর্তী।

আগামী বছর মুক্তি পাবে ‘দ্য রেড ফাইলস’।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *