পিতা-পুত্রের মিঠেকড়া সম্পর্কেই ভরসা রাখছে টিম ‘প্রজাপতি’

কলকাতা: প্রাপ্তেষু ষোড়শ বর্ষে পুত্র মিত্র বদাচরেৎ। তাই পিতা-পুত্রের বন্ধুত্বের সম্পর্কে থাকে নানা মিঠেকড়া মুহুর্ত। থাকে হাসি, রাগ, দুঃখ, অভিমান, আনন্দ। সেই সব মুহুর্তই উঠে আসবে অভিজিৎ সেনের পরবর্তী ছবি ‘প্রজাপতি’তে। ছবিতে বাবার ভূমিকায় থাকছেন মিঠুন চক্রবর্তী। ছেলের চরিত্রে রয়েছেন দেব। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মমতা শঙ্কর, শ্বেতা ভট্টাচার্য, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায়। গতকাল মুক্তি পেল ছবির ট্রেলার।

“মা-বাবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক থাকলেও এমন অনেক কথা থাকে যা আমরা বলতে দ্বিধাবোধ করি বা হয়তো একেবারেই বলে উঠতে পারি না। এটা প্রায় সবার ক্ষেত্রেই হয়। তেমনই কিছু ঘটনা থাকছে ছবিতে। মজার মুহূর্ত তো থাকছেই। আসলে ক্যামেরার বাইরেও দেব ও মিঠুনদার রসায়ন দারুণ। সেটার অনেকটাই দেখা যাবে এই ছবিতে,” রেডিওবাংলানেট-কে জানালেন অভিজিৎ।

আরও পড়ুন: শেষ যাত্রায় ব্রাত্য, পথ হেঁটেছিলেন মাত্র কয়েকজন

‘টনিক’-এর পর আবারও অভিজিতের ছবিতে অভিনয় করলেন দেব। “সবার জীবনেই মন আর প্রয়োজন নিয়ে একটা দ্বন্দ্ব থাকে। মন হয়তো একরকম কথা বলে কিন্তু প্রয়োজনের তাগিদটা বেশি থাকে। আমরা কেউ এর ব্যতিক্রম নই। বহু ছেলেমেয়ে বাবা-মায়ের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে বলে বিয়ে করতে চায় না। প্রজাপতি বিয়ের প্রতীক আর এই ছবিতে সেটা রূপক হিসেব ব্যবহার করা হয়েছে,” বললেন দেব।

ছবিতে দেবের দিদির চরিত্রে অভিনয় করেছেন কনীনিকা। জানালেন, “বাবা-ছেলের লড়াইয়ের মাঝে আমি স্যান্ডউইচড বলা যায়। দিদির বিয়ে হয়ে গেলেও বাবা ও ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক অটুট। মিঠুনদা এবং মমদির সঙ্গে কাজ করতে পারা এক দুর্দান্ত অভিজ্ঞতা। কতকিছু শিখলাম ওঁদের থেকে। দুজনেই খুব সূক্ষ্ম শিল্পী।”

২৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘প্রজাপতি’।

ছবি: প্রবুদ্ধ নিয়োগী




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *